প্রথম ম্যাচে ‘ইকবাল’ ভাইদের বড়জন করেছিলেন সেঞ্চুরি। এবার নাফিস ইকবালের পথ অনুসরণ করলেন ছোট ভাই তামিম ইকবালও। আজ গাজী ট্যাংকের বিপক্ষে ঠিক ১০০ রানের ইনিংস হাঁকিয়েছেন ব্রাদার্সের এই ওপেনার। বড় ভাইয়ের সেঞ্চুরিটা দলকে জেতাতে না পারলেও আজ ১৩৬ রানের বড় জয় পেয়েছে তামিমের ব্রাদার্স।
ওদিকে বগুড়ায় নাঈম ইসলামের সেঞ্চুরিতে প্রাইম ব্যাংকের বিপক্ষে ৮৬ রানে জিতেছে কলাবাগান।
৬৯ বলে ৬৬ রানের ইনিংস খেলে খেলাঘরের বিপক্ষে ভিক্টোরিয়াকে ৫ উইকেটের জয় এনে দিয়েছেন নাসির হোসেন। ফতুল্লায় কচ্ছপগতির ব্যাটিংয়ে ৫০ ওভারে ৭ উইকেটে মাত্র ১১৮ রান তুলেছিল খেলাঘর। ৫ উইকেটে জিতলেও সেই রান পেরিয়ে যেতে অবশ্য ভিক্টোরিয়াকে খেলতে হয়েছে ৩৩.১ ওভার।
প্রথম ম্যাচে ৬ উইকেট নেওয়া রুবেল হোসেন আজ বিকেএসপিতে ৩৭ রানে নিয়েছেন ৫ উইকেট। অবশ্য তাঁর দল তামিমের দলের বিপক্ষে মাত্র ১০৭ রানে অলআউট হওয়ায় এবার আর জয়ের মুখ দেখা হয়নি বাংলাদেশের এই পেসারের।
তবে দুই ম্যাচেই ১১ উইকেট—শুরুটা কিন্তু দুর্দান্তই হয়েছে রুবেলের। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।