আজ সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন। জিয়া কেমন মানুষ ছিল সেটা নিয়ে আমার কোন মাথা ব্যথা নেই তবে তার একটা বিখ্যাত উক্তি "Money is not a problem" যা এত দিন শুনে এসেছিলাম সেটা যে তার মৃত্যুর ৩২ বছর পরে নিজের জীবনে সত্য হয়ে উঠবে কখনও সেটা ভাবিনি।
তার সেই উক্তির যথার্থতা প্রমাণ পেলাম বাংলাদেশের শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করার আমার উদ্যোগে সাড়া দিয়ে কানাডার কিচেনার-ওয়াটারলুর প্রবাসী বাংলাদেশীদের ১ সপ্তাহের মধ্যে ১ লাখ ৬০ হাজার টাকা (2000 ডলার) আমার হাতে তুলে দেওয়া।
জিয়ার সেই বিখ্যাত উক্তিটি আবারও প্রমাণ হলো যে উদ্দেশ্য যদি সৎ হয় তবে টাকার কোন সমস্যা হয় না সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য।
"বাবা গো শীতে কাহিল হইয়া গেছি,
সামনের শীত পর্যন্ত মনে হয় আর বাঁচমু না"
উপরোক্ত মন্তব্যটি করেছেন এবারের রেকর্ড ভাঙ্গা শীতের প্রকোপে আক্রান্ত বরিশালের 70 বছর বয়সী নোয়াব আলী।
নবাব আলী যেন শীতের প্রকোপে কাহিল লাখ-লাখ বাংলাদেশি বৃদ্ধ-বৃদ্ধার মনের কথাটিই বলেছেন অবচেতন মনে। এই রকম কিছু দারিদ্র শীর্তাত মানুকেই বাঁচাতে এগিয়ে এসেছে ফারুক-হালিমা ফাউন্ডেশন ও কানাডার কিচেনার ও ওয়াটারলুর প্রবাসী বাংলাদেশিরা।
উপরোক্ত দুটি প্রতিষ্ঠানের সহযোগিতায় গত ১৩ই জানুয়ারি ২০১৩, নীলফামারী জেলার গোড়-গ্রাম ইউনিয়নের দারিদ্র মানুষদের মাঝে ২৫০ টি কম্বল বিতরণ করা হয়েছে।
আজকে নতুন করে ৩৫০ টি কম্বল কেনা হয়েছে। আগামী ২ দিনের মধ্যে কুড়িগ্রাম জেলার চিলমারীতে ১০০ টি, পন্চগড় জেলার দেবিগন্জে ১১০ টি ও দিনাজপুর জেলার খানসামা উপজেলায় ১৪০ টি কম্বল বিতরন করা হবে।
যে বয়স গ্রুপের মানুষদের মাঝে আমরা কম্বল বিতরণ করেছি (মূলত বিধবা, স্বামী পরিত্যক্তা, ছেলে-মেয়ে যত্ন নেয় না, ভিক্ষুক, শারীরিক ভাবে অকর্মণ্য অথবা বয়সের ভারে নূয্য)
আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই কানাডার কিচেনার ও ওয়াটারলুর প্রবাসী বাংলাদেশি সহ অন্যান্য স্থানের বাংলাদেশী ভাই-বোনদের যারা আমার উদ্যোগের উপর অস্হা স্থাপন করে এগিয়ে এসেছেন অসহায় বাংলাদেশি মানুষদের সাহায্যার্থে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।