আমাদের কথা খুঁজে নিন

   

। । অনাগত রাজার জন্য বন্দনাগীতি । ।

এ ব্লগে আর কোন মৌলিক লেখার দরকার নেই, যেহেতু আমি আমার নিকৃষ্টতম লেখার স্বত্ব ও কাউকে দিতে রাজী নই

এসে হীরকদেশে দেখে হীরের চমক, এতো খাতির পেয়ে দেখে রাজার ঝমক মোদের মন ভরে গেছে খুশীতে... মোরা সে কথা জানাই................... রাজা এতোই রসিক রাজা এতো দরাজ রাজা এতো মিশুক রাজার চিকন মেজাজ , মোদের প্রান ভরে গেছে তাই... মোরা সে কথা জানাই................... [গাঢ়] বলো হীরক রাজার জয়, [/গাঢ়] বলো এমন রাজা ক'জন রাজা হয় কতো দেশে দেশে, ঘুরে শেষে মন বলে হীরকে এসে 'এমন রাজা কোন দেশে নাই' বলে 'এমন রাজা কোন দেশে নাই' মোরা সেই কথা জানাই মোদের গানে, মোদের গানে সেই কথা জানাই..... *********************************************************** দু:খিত সত্যজিত রায় । আপনি আমাদের কাছে হেরে যাচ্ছেন । আপনি বড়জোড় কল্পনা করেছিলেন, আর আমরা সত্যি সত্যিই পেয়ে গেছি আমাদের [গাঢ়] হীরক রাজা [/গাঢ়] অনাগত রাজার জন্য বন্দনাগীতি খানা যারা শুনে শুনে মুখস্ত করতে চান ক্লিক করুন এখানে [link|http://www.bengalimusiconline.com/index.php?action=album&id=73| nxiK ivRvi

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।