আমাদের কথা খুঁজে নিন

   

সাত দফা ঃঃ ডাঃ ইউনুস

মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা

ডাঃ ইউনুসের প্রস্তাব এইমাত্র দেখলাম। সংখ্যায় বেশী না, মাত্র সাতটা। এই মাপের বড় মানুষের একটা সুবিধা হচ্ছে তাদের মুখ নিঃসৃত সব বাণীই মধুর মত মনে হয়। পড়িবামাত্র মনে হয় যেন , এর চেয়ে ভাল সমাধান আর কি হতে পারে। বাংলাদেশের র্বতমান রাজনীতি এত বেশী লেগ পুলিং হয়ে গেছে যে প্রধান দুটো দলকে পিঠা ভাগ করে খেতে বলাটাই তাৎক্ষণিক সমাধান।

সেই হিসেবে ডাঃ ইউনুস সবচেয়ে সম্ভাব্য সহজ সমাধানটাই প্রস্তাব করেছেন। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ উনি বাড়ানোর প্রস্তাব করেছেন। আমাদের রাজনীতিবিদদের মুখে প্রায়শই একটা কথা শোনা যায়, '' আমরাই প্রথম দেশ যারা তত্ত্বাবধায়ক সরকারের র্ফমূলা উদ্ভাবন করেছি ''। তত্ত্বাবধায়ক কনসেপ্টের মধ্যে র্গববোধের কি আছে ? এই ব্যবস্থার মানে হচ্ছে আমাদের রাজনৈতিক অবিশ্বাস চূড়ান্ত র্পযায়ে। এই সাময়িক হিজড়া ব্যবস্থাটিকে এখন প্রলম্বিত এবং স্থায়ী করবার প্রচেষ্টা হচ্ছে ।

যে দেশের রাজনীতি একটা সৎ এবং দক্ষ প্রশাসন , একটা সমুন্নত বিচারব্যবস্থা দিতে পারেনা , সে দেশের অবসরপ্রাপ্ত আমলা, সেননায়ক, বিচারপতি, ব্যবসায়ীদের মধ্যে থেকে আমরা বিশ্বাসযোগ্য মানুষ খুঁজছি। আজব প্যারাডক্স। রাজনীতি বাংলা অভিধানের অংশই হয়ে গেল এবার। সামনের ইতিহাস বানরের পিঠা ভাগের । -------------------------------------- একটা গল্প মনে পড়ল।

কলেজে পড়বার সময়। এক বন্ধু রাতে বিছানায় মশারী খাটানো পছন্দ করতো না। আর একবার খাটানো হলে সকালে খুলবে না। কারণ , রাতে আবার সেই মশারী খাটতে হবে, কি দরকার না খুলেলই হয় সহজ সমাধান । মশা কেন উৎপাদন হচ্ছে , কিভাবে উৎপাদন বন্ধ করা যায় সেদিকে আমাদের নজর কোন কালেও ছিল না।

প্রয়োজনের সময় মশারীর ভেতর ঢুকে সমস্যা এড়িয়ে সাময়িক সমাধানের পথ নিয়েছি। এখন পুরো জীবনটাই মশারীর ভেতর ঢুকে যাওয়ার ব্যবস্থা করছি। জয়তু গ্লোবালাইজেশন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।