আমাদের কথা খুঁজে নিন

   

আজম খানের রিমেক অ্যালবাম 'সালেকা মালেকা' নতুন মিউজিক নিয়ে জেমসের সপ্টস্নম একক অ্যালবাম আসবে কোরবানির ঈদে

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

দেশীয় পপ সঙ্গীতের গুরু হিসেবে সর্বজন স্ট্বীকৃত আজম খান 'সালেকা মালেকা' রিমেক অ্যালবামে নিজের পুরনো ও জনপ্রিয় কিছু গানে নতুন করে কণ্ঠ দিচ্ছেন। রিমেক আয়োজনটি সাজিয়েছেন সেতু। 'ওরে সালেকা ওরে মালেকা', 'এত সুন্দর দুনিয়ায়', 'অভিমানী', 'সারারাত', 'বাংলাদেশ', 'জীবনসঙ্গী', 'হারিয়ে গেছে', 'সাঁইজী, 'দৃষদ্বিহীনা', 'মা গো মা' গানগুলো থাকছে 'সালেকা মালেকা' অ্যালবামে। ডিসেল্ফ্বরের প্রথম সপ্টস্নাহে লেজার ভিশনের ব্যানারে অ্যালবামটি প্রকাশ হবে।

নিজের গানের রিমেক অ্যালবাম 'সালেকা মালেকা' প্রসঙ্গে আজম খান বলেছেন, 'এ অ্যালবাম অনেক দিন আগে করা। আমার জনপ্রিয় কিছু গান বেশ যত্দম্ন নিয়ে নতুন আঙ্গিকে সাজিয়েছেন সেতু। শ্রোতার ভালো লাগার কথা বিবেচনা করে মিউজিক করা হয়েছে। এ অ্যালবামের ভবিষ্যত নিয়ে আমি আশাবাদী। ' নতুন মিউজিক নিয়ে জেমসের সপ্টস্নম একক অ্যালবাম আসবে কোরবানির ঈদে প্রীতমের সঙ্গীত পরিচালনায় 'ভিগি ভিগি' গানটির কল্যাণে নিজেকে অন্যরকম এক উচ্চতায় নিয়ে গেছেন জেমস।

'গ্যাংসদ্বার' ছবির এ গানটি উপমহাদেশজুড়ে জেমসের জনপ্রিয়তার ব্যাপ্টিস্ন ছড়িয়ে দিয়েছে। তাই গান নিয়ে এখন আগের চেয়ে অনেক বেশি যত্দম্নবান জেমস। নগর বাউল ব্যান্ডের এই দলীয় প্রধান নিজের সপ্টস্নম একক অ্যালবামের কাজ শেষ করে ফেলেছেন। দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতা এরই মধ্যে জেমসের অ্যালবাম প্রকাশের প্রস্ট্তুতি শুরু করে দিয়েছে। আসছে ঈদে দেশজুড়ে পাওয়া যাবে জেমসের সপ্টস্নম একক অ্যালবাম।

জেমসের সর্বশেষ একক অ্যালবাম 'জনতা এক্সপ্রেস' সংগীতার ব্যানারে দুই বছর আগে প্রকাশিত হয়। নতুন একক অ্যালবামের গানগুলো লিখেছেন জেমস ও বিশু শিকদার। অ্যালবামের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন জেমস নিজেই। নতুন অ্যালবামের গান প্রসঙ্গে জেমস বলেছেন, 'আমার গান আমার মতোই হবে। নিজের একটা সদ্বাইল তো থাকবেই।

তবে প্রীতম চত্রক্রবর্তীর সঙ্গে কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে তা কাজে লাগিয়েছি এ অ্যালবাম তৈরির সময়। নতুন এক ধরনের সাউন্ড পাবেন শ্রোতারা। '

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।