আমাদের কথা খুঁজে নিন

   

ছোট ভোদাই ....বড় ভোদাই

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

একটা গল্প আছে ...পুরা মনে নাই। যেটুকুন আছে কই--------- এক জমিদারের পুত ...বিদেশে মানুষ হইবার গেছিল ...পড়ালেখা কইরা ফিরা আইসা নিজেগো জমি জমা দেখবার বার হইছে। সে বিস্তর বিস্তর ক্ষেত । একরের পর একর। কানির পর কানি।

বর্গারা চাষ করে। সেই জমিদার পুতে তো ক্ষেত এর কাদা দেখে নাই কভু , নামেও নাই কভু কাদা পানিতে। জানেনা কিছুই। এক কৃষকরে সে কাদায় খালি পায়ে নেমে চাষ কর্ম করতে দেখে বলল, ' জুতা ছাড়া ঐ কাদায় পা দিয়েছো কেন? পায়ে ঘা হবে তো। নখে ময়লা জমবে।

' কৃষক বলল, 'আপনে একটা ভোদাই। ' সাথের পাইকরে জিজ্ঞাস করল চমিদার তনয়, ' ভোদাই মানে কি?' পাইক পড়ল সমস্যায় , কি বোঝায়? হঠাৎ এক বুদ্ধি এঁটে বলল, ' এই অঞ্চলে যে সব মানুষের অনেক জমি জমা থাকে তাদের ভোদাই বলা হয়। ' জমিদার তনয় ..হাসতে হাসতে বলল , 'আমি আর কি ভোদাই! এই একটু ছোট খাট ভোদাই হচ্ছি মাত্র। আমার বাবাতো আরও অনেক অনেক বড় ভোদাই' পাইক মাথা নিচু করে মিটি মিটি হাসতে হাসতে বলল , চলেন সামনে যাই হুজুর...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।