আমাদের কথা খুঁজে নিন

   

আগামী-কে

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

হয়তো সেদিন এই পৃথি্ব-এ রইবো না আর আমি আমার হয়ে মিছিলটাকে বরে নিও তুমি পারি না। কিছুই পারি না। আবার যেন সব পারি। "দুই দুয়ারী মন, এইতো জীবন"। এই তো কয়েক বছর আগে গণিত স্যার বলে উঠেছিলেন, "এর মতো মেধাবী আমি আর আগে দেখি নাই।

" সেকথা ভাবলে ভীষণ অবাক হই। স্যার কতো ভুল বলেছিলেন। মেধাবী শব্দটা আমার জন্য তৈরী হয়নি। মাঝখানে 'ধা' সরিয়ে 'মে বী' (may be) বললে ঠিক আছে। কারণ 'হয়তো' বা 'মে বী' নিয়েই আমার জীবন।

একটা কাজ করার আগে হাজারটা 'মে বী' এসে মাথায় ভর করে। এই ভাইরাসের আক্রমণে কতো ভুল যে করেছি এ ুদ্র পরিসরের জীবনে! ভাবতেও জানি কেমন কেমন লাগে। তাই আগামী-কে আমার আহ্বানঃ নিঃসঙ্গ আমার সঙ্গী কেবল মিথ্যে কিছু স্বপ্ন আশার বাঁধে আটকে আছে সুখের কিছু লগ্ন বাঁধ ভেঙ্গে সুখের নৌকোখানি আসবে একদিন ঘাটে সেই আশাতেই স্বপ্ন দেখে সময় আমার কাটে হয়তো সেদিন এই পৃথি্ব-এ রইবো না আর আমি আমার হয়ে মিছিলটাকে বরে নিও তুমি \

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.