[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/
মন তরে পরলাম না বোঝাইতেরে.. মনরে , তুই সে আমার মন...্থ
...একটি বিখ্যাত গাানের প্রথম কলি এটি।
...
খালি কি পারলাম না বোঝাইতে রে , পারলাম না বুঝিতেও তরে মন রে, আমার মন।
মন তুই কেন হঠাৎ হঠাৎ দুঃখ খুঁজিস। আবার হঠাৎ হঠাৎ খুঁজিস সুখ। বুঝতেই পারলাম নারে মন।
সুখের লাগি তোর দুঃখ বিলাস...তাই নাকি রে? মন তুই নিজেই তো তাই বলেছিলি একদিন।
আর কত খুঁজব দুখ- আর কত খুঁজব সুখ তোর জন্য অহর্নিশি, আমিও তো রক্ত মাংসে মানুষ। একটু বিশ্রামের সময় তো দিবি , নাকি?
তোর কখন মনে দুখের ক্ষুধা চাগান দেয় জানিনা কিছুনা , তোর পিরিতির টানে বাধ্য হয়ে হারাতে হলো বা হচ্ছে কত স্থির সুখ।
তোর লাগি অনিকেত হইলাম আর তুই চাইলি ঘর। তোর লাইগা আবার ঘর গোছালাম উনবৃত্তি করে আর তখন তোর মনে চাগান দিল অনিকেত দুঃখ বিলাস।
ভালবাসলাম , তুই শুকনো হাসি দিলি উপহার। ভালবাসা ছেড়ে পালালাম আর তুই কাঁদলি।
তোর অবিমিশ্র সাধ পূরণে হলাম বেপরোয়া আর তুই বানালি পাগলা মোরে। তোর লাইগা এ জীবনের অর্ধেক যেন মোর কবরে।
তোর চাওয়া পাওয়ার ক্ষণে ক্ষণে মেরুকরনে ভুলেই গেলাম নিজের অস্তিত্ব আর সাধ বাসনা।
তোরে চিনতে চিনতে সারাবেলা শেষ হলো প্রায় আমারেই কেউ বুঝলনা।
তবুও মন তোরে ভালবাসি। তুই নির্ভীক , দারুণ আত্মবিশ্বাসী । তোর উপর ভর করে আজও দৃঢ়তায় টিকে আছি।
মন তোরে সত্যি ভালবাসি।
মন আমি এক আপন মন বিশ্বাসী।
তবু ভয় হয়! শত্রু ভীষন - সময় \
27/11/06
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।