কেবল সমুদ্র পারে শুষে নিতে সব, যা কিছু বিপ্রতীপ, ভেসে আসে নিদারুণ কষ্টের নীলজলে..
যখন বদলে যেতে থাকে তোমার হৃদয়- ক্রমাগত,
যখন লাল নীল গোলাপী সবুজ- অদ্ভুত সব অচেনা উল্টো-পাল্টা রঙে
বারবার অশুভ অলীক আবেগে ভেসে যায়
তোমার চিরচেনা- সেই অমলিন, বিশ্বস্ত অনুভব -
যখন তোমার কন্ঠস্বরও খুব অচেনা হয়ে ওঠে....
যখন হঠাৎ আমাকে অবাক করে দিয়ে বলতে শুরু করো
ভিন্ন কোন অচিন রাজ্যের ভাষা- নিদারূন, সুকঠিন-
আমার সকল প্রেমান্ধ বোধ আর শ্রূতির আওতা থেকে, খুব দূরে-
তখন, বিশ্বাস করো, একটুও
কাঁদতে পারিনা আমি, শুধূ গিয়ে নিঃশব্দে দাঁড়াই-
শীতলক্ষ্যার দগ্ধনীল, শীতার্ত জলরাশির পাশে-
সব ভুলে- সব চীৎকার- না বলা কথার কফিনে বন্দী করে
শুধু আকাশ অধরে টেনে বলি-
বলো হে বিষন্ন নীল-
আজ কি কুয়াশা পড়েছে খুব, শহরের বুকে?
আজ কি একহাত দূরের মানুষও চিনতে কষ্ট হচ্ছে খুব
ভীষণ অন্যরকম, হৃদয় বিনাশী এক কুয়াশার বিভ্রমে ?
যখন বদলে যেতে থাকে তোমার হৃদয়- অবিরাম,
অন্য কোন রঙে-
তখন মুহূর্তে শহরের বুকে আমি খুব একা হয়ে পড়ি-
যেন কেউ চিনতে পারছেনা আমাকে আর- আগের মতো-
শুধু একটি মানুষ-আমাকে আর
চিনতে পারছেনা বলে !
শুধু একটি মানুষ-তার হৃদয়ের রঙ-অকারণ বদলে ফেলেছে বলে !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।