আমাদের কথা খুঁজে নিন

   

ওরে সাম্পানওয়ালা" গান এবং রিমিক্স কালচার



শেফালী ঘোষের প্রখ্যাত গান ' ওরে সাম্পানওয়ালা' যারা আগে শুনেছেন তারা যদি বর্তমানে রিমিক্স করা সোনিয়ার গানটি শোনেন-তাহলে বুঝতে পারবেন বাংলাগাণে রিমিক্সের ফজিলত । মোদ্দাকথা হলো এ গানটির বারোটা বাজাতে বাংলাদেশী গানপাপী মিউজিশিয়ানরা কোন কিছুতেই কমতি করেন নি। প্রথম যখন সোনিয়ার কনেঠ গানটি শুনলাম আমার গায়ে মনে হলো কে যেন আগুন ধরিয়ে দিয়েছে। ফাইল্যামী মাকর্াউদ্ভট সব সাউন্ড যোগ করে এমন এক জগাখিচুরী বানানো হয়েছে যে কানে হজম করাই মুশকিল। অঅমি সোনিয়াকে ছোট করছি না- সে আমার প্রিয় একজন শিল্পী।

এ গানের কম্পোজিশনে তার কোন হাত নেই, এটা আমি জানি। কিন্তু একজন ভালো শিল্পীর উচিত এসব ডিজুস মাকর্া গান না করা। তবু আমার মনে হয়েছে- কোথায় শেফালী আর কোথায় সোনিয়া! গান শোনার পর আমি মনে করেছিলাম শেফালী ঘোষ অচিরেই এর প্রতিবাদ করবেন। কিন্তু তাঁর কোন প্রতিক্রিয়া আজ পর্যন্ত পাই নি। প্রিয় ব্লগারবৃন্দ, আসুন আমরা রিমিক্সের বিরুদ্ধে জোড়ালো প্রতিবাদ করি।

এসব গান শোনা থেকে নিজেদের বিরত রাখি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।