একজন স্বশস্ত্র বাহিনীর সদস্যের ছেলে হিসেবে আপনাদের শুভেচ্ছা জানাতে পারি , নাকি ? আমাদের আজ মোটামুটি একটা ভাল সিডিউল করা হয়েছে , আজ আব্বুর জাহাজে বড় খানার আয়োজন করা হয়েছে , যদিও বা আহামরি তেমন কিছু না তবুও তো করা হয়েছে ! আমাদের এখানে এক সময় ভাল অনুষ্ঠান হতো , এখন আর তেমন অনুষ্ঠান করা হয় না । আগে এক সময় প্রতি বছর পাঁচ , ছটি অনুণ্ঠান লেগেই থাকত , এখন একটি বা দুটি ছাড়া হয় না । বড় খানায় বাবা তো থাকবেই মা ও আমার ছোট ভাই যেতে পারে ।(হয়তো বা দেখা যাবে খাওয়া শেষ ) । আবারও আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি >>>>>
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।