কষ্ট পাই , কারন কষ্টকে ভালবাসি আপনারা হয়তো জানেন , আমরা টিম'৭১ একটা গেইম ডেভেলপ করতে যাচ্ছি । আমারা বুয়েট ঢাবি আর বিভিন্ন জায়গা থেকে কিছু উদ্দোমী তরুন একসাথে কাজ টা এগিয়ে নিয়ে যাচ্ছি ।
এর জন্য আমাদের কিছু ইতিহাস জানতে হবে । আপাতত ৭ জন বীরশ্রেষ্টের ক্যারেক্টার ডিজাইন করার জন্য আমাদের , তাঁদের সম্পর্কে ডিটেইলস লাগবে ।
সে জন্য আপনাদের কাছে সাহায্য চাই ।
ডীটেইলস এ থাকতে হবে,
তাদের শৈশব থেকে বেরে উঠা ,
তাঁদের যুদ্ধে যোগ দেয়া ।
তাঁদের বিরত্বপূর্ন শহীদ হওয়ার দৃশ্য পট ( মানে কিভাবে যুদ্ধ করতে করতে মারা গেলেন )
এবং তাদের লাশ এর কি হয়েছিলো পরবর্তিতে ।
এক কথায় পুরা ডিটেইলস লাগবে ।
আপনাদের কাছে যদি এমন কোন লিঙ্ক বা ইনফো থাকে যা থেকে আমি সাহায্য পেতে পারি তাহলে আমার অনেক ভালো হয় ।
বাংলাদেশ এর গেইম ডেভেলপিং ইতিহাসের সাথে যুক্ত হোন , আর আমাদের সহযোগীতা করুন প্লিজ ।
ধন্যবাদ ।
আপডেটঃ Click This Link লিঙ্কন ভাই এই লিঙ্কটা দিলেন । আপনারা একটু রিভিউ করে দেখবেন , সব কিছু ঠিক আছে কিনা ?? ইনফো গুলা , আরো দুই তিনটা সূত্র পেলে মিলিয়ে দেখা যেত ।
বিদ্রঃ কোন গল্প এর রেফারেন্স নেয়া যাবে না , সত্যিকারের ইতিহাস নির্ভর যোগ্য সূত্র হতে হবে । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।