আমাদের কথা খুঁজে নিন

   

সময় ফুরিয়ে যাচ্ছে দ্রুত

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে দ্রুত। এই উর্বরা মাটিকে আরো উর্বরতর করার এই সবুজ ছায়াকে আরো সবুজতর করার এই জীবনকে আরো জীবনময় করার এই অন্তরকে আরো অন্তরময় করার অফুরন্ত সময় অক্ষত পড়ে ছিলো আমাদের হাতে। আমাদের মনন নিহত হয় নিষ্ঠুরতার কুঠারে গ্রহান্তরে পৃথিবীর সময় ফুরিয়ে যায় দ্রুত যুগ, কাল, শতাব্দী, সহস্রাব্দের পর নিযুত বছর হয়ে যায় কালগর্ভে মুহূর্তে বিলীন- শুধু ক্রান্তিকাল চেয়ে থাকে উদ্যমের অপেক্ষায়। দধিচীর মতো তেমন উদ্যোগী হবার নিতান্ত প্রয়োজন পাশাপাশি হাত ধরে হাঁটছিলো আমাদের সকলের আমরা তাদের সঙ্গ ত্যাগ করেছি অবহেলায়! আমাদের মোহগ্রস্ত এ জীবন স্বল্পায়ূ জেনেও এই দেশ হাত খুলে দিয়েছিলো তিন যুগ আমরা হেলায় হারিয়েছি তাও ভ্রষ্টাচারে! মাকে মা বলে ডাকার অধিকার আমরা করেছি নষ্ট ভাইদের ভাই বলে বুকে টানার সাহস হারিয়েছি শত। আমাদের নিষ্ঠুরতা দেখে বঙ্গোপসাগরের সমস্ত জল আছড়ে পড়তে চেয়েছে বুড়িগঙ্গায়, রাজধানীর গলিতে- আমরা রাখিনি কোনো ক্রান্তিকাল অতিক্রমের সোপান সময় ফুরিয়ে গেছে অগোচরে, সময় ফুরিয়ে যাচ্ছে সময় আমাদেরকে তাই সময় দেবে না বারবার! ২০.১১.২০০৬

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।