আজ ভেবেছিলাম আকাশে চাঁদ উঠবে
জোছনার আলোয় অতীতের সব দুঃখ বিস্মৃত হবে
কিন্তু মেঘে ঢাকা ছিল সে রাত, বিষন্নতার চাদরে
বিমর্ষ আমার ঘুনে ধরা সুখগুলো আজ পরাজিত
চিরন নী সেসব গানগুলো আর গাওয়া হয়না
তালটা যেন কোথায় ঠিক মেলেনা, কেটে যায়
হৃদয়ের শ্বাশত ছবিগুলো আজ বোঝা যায়না
শ্যাওলা ধরে সেগুলো অসপষ্ট হয়ে গেছে
বর্তমানকে হারিয়ে ফেলেছি আমি অতীতের মাঝে
পুরোনো দুঃখের ভীড়ে তাই বর্তমান সুখগুলো কেঁদে ফেরে
মেঘে ঢাকা সে রাতে আর উঁিক দেয়না পুরোনো স্মৃতি
বিষাদের ঝড়ে ভরা মুগ্ধতাহীন বেদনার বালুচরে ঢাকা পড়ে সব
আজ ভেবেছিলাম আকাশে চাঁদ উঠবে
ঝিরঝির হাওয়ায় সমাধি ঘটবে সকল হতাশার
কিন্তু মেঘে ঢাকা ছিল সে রাত, কিছুই মেলেনি
তাই সাহস করে আর আশাগুলোকে ডাকা হয়নি
পুরো জীবনটাই এলোমেলো করে গড়া এখন
নিয়তির প্রাচীরে বাধা পড়ে আছে আমার সাজানো জীবন
সকল চাওয়া পাওয়ার সমীকরন মিলিয়ে দিয়ে
আমি চাই একটি ছোট্ট সুখের নির্বাসন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।