আমাদের কথা খুঁজে নিন

   

বড় প্রতারণা ছোট প্রতারণা

যা বুঝি, যা দেখি, যা শুনি এবং যা বলতে চাই

প্রতারণারও রকমভেদ আছে। বড় প্রতারণার জন্য আছে বড় শাস্তি। ছোট প্রতারণার জন্য ছোট শাস্তি। অবশ্য প্রতারণা বা চারশ বিশ-গিরিকে খুব একটা বিশেষ অপরাধ ধরা হয় না। দোষে-গুণে মানুষ এই নীতিকে এসবকে ছোট-খাটো ত্রুটি বিচু্যতি হিসেবেই দেখা হয়।

কিন্তু কারো কারো প্রতারণা বড় বেশি চোখে বাজে। বড় হয়ে চোখে লাগে। যখন নেতারা প্রতারণা করেন। যখন দেশের কর্ণধাররা প্রতারণা করেন। যখন শিক্ষকেরা প্রতারণা করেন।

যখন নৈতিকতা ও ধর্মের লেবাসে কেউ প্রতারণা করেন। এ ধরনের পদ ও পদবীর সুযোগে থাকা লোকদের প্রতারণাকে অনেক বড় মনে হয়। এসব প্রতারণার ব্যাপ্তি অনেক বলেই হয়তো। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হওয়া তিন নারী উপদেষ্টার মধ্যে হিজাবী একজনই। ডা: সুফিয়া রহমান।

রাষ্ট্রপতির চিকিৎসাসূত্রে তিনি এখন উপদেষ্টা। শুরুতেই তাকে আইনি নোটিশ দেয়া হয়েছে যে তিনি সংবিধান লঙ্ঘন করেছেন। অন্য দেশের প্রতি আনুগত্য প্রকাশ করলে কেউ দেশের এরকম পদে বসতে পারেন না। ডা: সুফিয়া অস্বীকার করেছিলেন। কিন্তু গোয়েন্দারা তথ্য ঘেঁটে দেখেছে তিনি [link|http://www.manabzamin.net/lead-02.htm|we


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।