আমাদের কথা খুঁজে নিন

   

। ।'ভাই বলে ডাকো যদি দেবো গলা টিপে... '। । ত্রিভুজের সম্মানে

এ ব্লগে আর কোন মৌলিক লেখার দরকার নেই, যেহেতু আমি আমার নিকৃষ্টতম লেখার স্বত্ব ও কাউকে দিতে রাজী নই

[ সম্মানিত ত্রিভুজের পোষ্টে মন্তব্য করতে গিয়ে লিখেছিলাম 'ভাই ত্রিভুজ' । ত্রিভুজ দিলেন ধামকি । আমার মতো খোদাদ্্রোহী (হায় খোদা, তুমি সর্বজ্ঞ) যেনো তাকে আর ভাই বলে খনো সম্বোধন না করে । আমি তাঁর কাছে মাফ চাইলাম । আর খুব ছোটবেলা পড়া একটা ছড়া মনে পড়ে গেলো ] [গাঢ়] কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে 'ভাই বলে ডাকি যদি দেবো গলাটিপে'; হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা কেরোসিন শিখা বলে 'এসো মোর দাদা'। । [/গাঢ়] [ হায়, মাটির প্রদীপ হয়েই জীবন কাটালাম খোদা! ]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।