আমরা 10 জন ছবি আঁকুয়া (অ্যামেচার) গল্পকার সৈয়দ রিয়াজুর রশীদের বাসায় (বাসা 77, ফ্ল্যাট ডি 3, সেন্ট্রাল রোড, ঢাকা) একটা অনানুষ্ঠানিক আঁকাআঁকিতে বসছিলাম। গতকাইল 11 নভেম্বর 2006 শনিবার সন্ধ্যায়। 7টা থিকা রাত 9টা পর্যন্ত আঁকাআঁকি চলছে। যে যা খুশি আঁকতে পারবেন। আবার একটা সাবজেক্ট মতোও ঠিক হইছিল।
সাবজেক্ট হইল : 'বাঘে পানি খাইতেছে। ' কেউ সাবজেক্টের মইধ্যে থাকছেন। কেউ থাকেন নাই।
প্রতি শনিবার আমগো এই রকম বসার কথা। 2004 সালে এই রকম তিন সপ্তাহ আমরা বসছিলাম।
প্রতি সপ্তাহে যে ছবি তৈরি হবে তা আংকাআংকি ব্লগটিতে আপলোড করা হবে।
ব্লগে সকলের ছবিগুলা পর পর দিতেছি। বেশি আগ্রহী কেউ থাকলে আমগো লগে বসতে পারেন। যোগাযোগ করবেন ঠিকানায়।
এই ব্লগে আমগো লগের যে কেউ ছবি আপলোড করতে পারবেন।
আপনেরা সবার ছবি নিয়া মনোযোগ দিয়েন।
-ব্রাত্য রাইসু(মডারেটর, আংকাআংকি)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।