বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।
ভারতে কর ফাঁকিদাতাদের করদানে বাধ্য করতে হিজড়াদের মাঠে নামানো হয়েছে। পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যের রাজধানী পাটনায় কতর্ৃপক্ষ শত শত ভাড়া করে এনেছে। এদের কাজ হবে ফাঁকিবাজ দোকান মালিকদের কর বা খাজনা প্রদানে বাধ্য করা। তারা দোকানের সামনে গিয়ে নাচবে, গাইবে, বাদ্য বাজাবে।
এতে শনাক্ত হবে যে এই ব্যবসায়ী কর দিচ্ছে না। তাছাড়া বিরক্ত হয়ে ওই ব্যবসায়ী বাধ্য হবে কর দিতে। রাজ্য রাজস্ব কর্মকর্তা ভারত শর্মা বলেন, এ ক্ষেত্রে হিজড়াদের অভিজ্ঞতা ও দক্ষতার প্রশংসা শোনা যায়। কর আদায়ের কাজে অতীতেও তারা কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। পাটনার প্রায় 5 লাখ বাসিন্দার মধ্যে মাত্র 2 হাজার জন নিয়মিত তাদের কর এবং পানির বিল পরিশোধ করেন।
গত বুধবার ঢোলের তালে রঙিন শাড়ি পরে প্রতি দ্বারে দ্বারে গিয়ে নেচে গেয়ে কর ফাঁকিদানকারীদের টাকা ছাড়তে বাধ্য করার কাজ শুরু করে দিয়েছে তারা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।