জামিন লাভের পাঁচ দিন পর আজ সোমবার মুক্তি পাচ্ছেন সরকার দলীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনি। রনির স্ত্রী কামরুন নাহার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বৃহস্পতিবার পোস্ট অফিসের মাধ্যমে কোর্টের আদেশ গাজীপুরের কাশিমপুর কারাগারের কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আজ কারা কর্তৃপক্ষ জামিনের কাগজ পেয়ে যাবেন।
কারা সূত্র জানায়, উচ্চ আদালতে জামিন লাভের পর নিম্ন আদালতের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি নামার কাগজপত্র কাশিমপুর কারাগারে পৌঁছতে সময় লাগে। এছাড়া কাগজপত্র যাচাই-বাছাই শেষে সব মিলিয়ে রনিকে মুক্তি দিতে সময় লাগছে। তবে অন্য কোনো মামলায় গ্রেফতারি পরোয়ানা বা আইনী জটিলতা না থাকলে মুক্তির বিষয়টি নিশ্চিত থাকবে।
হাকিম ও জজ আদালতে ব্যর্থ হওয়ার পর হাই কোর্ট থেকে সাংবাদিক পেটানোনহ তিনটি মামলায় গত মঙ্গলবার অন্তবর্তীকালীন জামিন পেয়েছেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য গোলাম মাওলা রনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।