আমাদের কথা খুঁজে নিন

   

আপন তারিক ও আমি (3)

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

নতুন শুরু বন্ধুত্ব ;;;;;; জীবনের অন্যতম একটি অধ্যায় ও অংশ, অন্তত আমার কাছে তাইই মনে হয় । আব্বার কথায় বলি, আব্বা বলত যে, বন্ধু হচ্ছে সময়ের বন্ধু , সময়ের শ্রোত যেভাবে প্রবাহিত হয়ে থাকে, ঠিক সেভাবেই সময়ে সময়ে তাদের সঙ্গ মিলে এবং হারিয়ে যায় কিংবা ছুটে । আমি অনেকটা একমত হলেও সবটুকু না । আমিও সবার মতনই এই ব্যাপারে ভিন্ন মত পোষণ করি । চলবে.... আজ হঠাত করে একটু কষ্ট পেলাম, ব্যাপারটা ভার্চুয়াল হলেও দৃঢ়য়টা ভার্চুয়াল নয়, গিয়েছিলাম চ্যাট করতে 'এই আমির' সাথে কথার মধ্যে হঠাত ধমকের সুরে বাক্যটি আমাকে যথেষ্ট পীড়া দিয়েছে, কথাটি সে বলেনি বলেছে আরেকজন ।

তাই সরাসরি কেটে পড়েছি, এমনটি আশা করিনি, যাই হোক, অনেকক্ষণ ধরে নিজেকে বোকা বোকা লাগছিল/না হলে অসহায় । আসলেই মানুষ এমন করে মনে হয় বুড়িয়ে যায় । ঘটনার এই অবস্থায় ঐ অজানা ব্যক্তির হঠাত করে এ আচরণের কারণটার উতস এরকম হতে পারে ---- সে চাচ্ছিল 'এই আমি'র সঙ্গ পেতে, আমি মাঝখানে কাবাব মে হাড্ডি হয়েগিয়েছিলাম । ------------------------------------------------------------------------------হতে পারে মজা করে লোকটি এভাবে বলে উঠে । যেকারণেই হোকনা কেন, ব্যাপারটা আমার কাছে (-) চিহ্ন দেখাচ্ছে, অথার্ত বিরূপ চিহ্ন ফুটেঁ উঠছে মুখে, সাধারণত কথার মাঝখানে এভাবে তেমন কোন কথা সাধারণত শোনা হয়ে উঠে না ।

নিজের কাছে অনেকক্ষণ ধরে খারাপ লাগায়, কথাটা শেয়ার করলাম, যেহেতু ভিতরে পুষলে হয়ত আমি ব্লগ থেকে সাথে সাথে উঠে যেতাম । ব্যাপারটা হয়ত অনেকের চোখে সামান্য খাটলেও আমার কাছে কেন জানি ভিতরে ভিতরে অন্যরকম খাটছে, আমি চেষ্টা করছি তা না চিন্তা করার । সেই জন্যই এই পোষ্টের দ্রুত অবতারণা, আর মাঝে মাঝে তিমুর সাহেবর উক্তি বিরক্তি সৃষ্টি করছিল । না তিমুর সাহেবের মন্তব্যে নয়, বরং আমার চিন্তা অন্য এক জায়গায় থাকায় আর তিমুর সাহেবর কথা বারবার তার ব্যাঘাত ঘটাচ্ছিল । অনেক্ষণ এক দৃষ্টি ব্লগে তাকিয়েঁছিলাম ।

আর আনমনেই রিফ্রেশ টিপছিলাম । না তিমুর সাহেব এর কোন দোষ নেই । উনি তো উনার আগ্রহের প্রতিফলন ঘটাচ্ছিলেন । ভুল বললাম কি তিমুর সাহেব ? মনে হয় না । আমি চিন্তা করছিলাম, আমারটা ।

জানি না, আজকালকার ইয়ং জেনারেশনের মশকরা আমার কাছে কোন কালেই ভাল ঠেকায় না, একথাও আমি বলছি না । আমার কাছে ব্যাপারটা কেমন যেন, অপমানে বোধের চিন্তার উদ্রেক ঘটাচ্ছে । যদিও এভাবে চিন্তা করা ঠিক না, কারণ ব্লগে আমরা সবাই ব্লগার বন্ধু>ছোট-বড়, অবস্থান নির্বিশেষে । বিষয়টি অনেকেই বুঝেন নি হয়ত । কারণ আসল ঘটনাটা ভেঙ্গে বলি নি, না থাক, বলে লাভ নেই ।

হয়ত 'এই আমি' কিংবা আরও একজন বুঝেছে আর কেউ না বুঝুক । মনের ব্যাপার সবাইকে অনেকটা জানিয়েই শেয়ার করলাম কিন্তু ব্যাপারটা ধরতেই পারে নি, সিস্টেমটা দাড়ুন না ! তবুও খারাপ লাগছে...... তবুও চেষ্টা করছি, ব্যাপারটা অন্য দিকে দিয়ে চিন্তা করার । কিন্তু পারছি না, মনে হচ্ছে আমি আবার আগের রূপে ফিরে যাচ্ছি, ঠিক 'এই আমি'র মত যেন, কিছুই ভাল লাগছে না, সবই অসাড় । যদিও ব্যাপারটা অতি সামান্য ! সত্যিকার অর্থে মানুষটি কে ছিল? তা আমি জানি না, জানার চেষ্টা করেছিলাম ঐ সময়ই , যা হোক, কথায় আছে মজা করতে হলে, আগে মজা খেতে হয়, আমি তাই খাচ্ছি এখন আমার অবস্থা আমি নিজেই বুঝতে পারছি না । উৎসর্গ: আপন তারিক সাহেবকে আর ক্ষুদ্র একটি অংশ ত্রিভুজকে ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।