আমাদের কথা খুঁজে নিন

   

আর কালো চশমা নয়, পরিস্কার চোখে দেখুন!

সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার

যে কোন হত্যা, যে কোন মানুষের জীবন ছিনিয়ে নেয়া রাজনৈতিক দল মত নির্বিশেষে অমার্জনীয় অপরাধ। এ অপরাধে অপরাধী আওয়ামী, বিএনপি, জামাত সহ আমাদের দেশের প্রতিটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল। কেউ যদি চোখে কোন রাজনৈতিক চশমা পরে সে দলের পদলেহনে বিভোর না হয়ে থাকেন, তার চোখে তা পরিস্কার ভাবেই পড়ার কথা। কিন্তু আমাদের অনেকের চোখেই তা পড়ে না। আমরা চোখে কালো চশমা পড়ে নিজ দলভুক্ত কুকুরের মতো আমাদের নেতাদের পদলেহন করতে থাকি, নিজ দলের লোকেদের পৈশাচিক হত্যাকান্ড গুলো এড়িয়ে যাই, প্রয়োজনে নিজের হাতও রঞ্জিত করতে দ্বিধা বোধ করি না।

অন্যরা আমাদের মতো হলে চশমাটি খুলে নেই, মানবিক ও সামাজিক মুল্যবোধের অতন্দ্র প্রহরী সেজে সত্য মিথ্যা মিলিয়ে সে দলেও মুন্ডোৎপাতনে মহাশক্তিতে এগিয়ে যাই। ভাল কখা। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিটি মানুষের নৈতিক দ্বায়িত্ব। কিন্তু চোখে ঠুলি পড়ে নয়। এতে আরো কিছু ঠুলিধারী লোকের সমর্থন পেলেও তা নিতান্তই অল্প সময়ের জন্যে।

এ সমর্থনের মাঝে স্বার্থপরতা ও স্বার্থোদ্ধারের লুকানো কীটের ঠাসা বুনোন, এতে কোন সত্য, সমাজবিন্যাসী মুল্যবোধ বা দেশ ও দশের কোন মঙ্গল নিহিত নেই। তাই দলমতনির্বিশেষে সমস্ত ঠুলিধারীদের কাছে আমার আকুল আবেদন, আপনাদের ঠুলি খুলুন। একবার পরিস্কার চোখে দেখুন, এই ঠুলির কল্যানে কতটুকু অধ:পাতে আমাদের এই দেশ। ঠুলি খুললেই দেখতে পাবেন, কি এক চরম ধ্বংসের মুখোমুখি আমরা এসে দাঁড়িয়েছি। একবার খুললেই টের পাবেন, আপনার নিজের ভেতরের সৎ মুল্যবোধগুলো নতুন করে সক্রিয় হতে শুরু করেছে।

আপনার নিজের ভেতরেই তখন মুক্তির জোয়ার বইবে। আরো কিছু সৎ মননের পাশাপাশি নিজেকে পেয়ে আপনার আত্মশক্তি তখন শুভকর্মের তুঙ্গে। এ চুড়ান্ত সময়ের সন্ধিক্ষনে আমরা যদি এখনো সক্রিয় না হই, তাহলে কবে, কখন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।