আমাদের কথা খুঁজে নিন

   

= মুসাফিরের মরু-সাক্ষাত এবং চাঁদের হাসি দীপ্তিময়

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

প্রিয় প্রজন্ম, 'সাগরের বুকে আগুন জ্বলে' -একথাটিকে প্রথমে আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। যে জলে আগুন নেভাই, তাই যদি দাহ্য হয়ে যায়, তবে আর কোথায় যাবার আছে বল? বিজ্ঞান আমাকে জল ভেঙ্গে ব্যাখ্যা করলো জলগুলোও জ্বলতে পারে। প্রযুক্তির দূরদর্শন আমায় দেখাল কোথায় কিভাবে জল ফুঁড়ে বেরিয়ে আসে লেলিহান আগুন! প্রাবল্য সেখানে উত্তপ্ত করে দেয় জলের শীতলতা; বাষ্পে-ধোঁয়ায়-উৎপাতে জলাগি্ন বিভিষিকা এক! কতদিন লিখি না তোকে, বলতে পারিস আমাদের অন্তরের আগুনের কথা? আজ তোকে মুসাফিরের গল্প বলি- পৃথিবীর পথে ধাবমান, আজন্ম শুধু চলতেই দেখল নিজেকে, কখনো বন-বাদাড়, কখনো সাগর-নদী, কখনো ফসলের মাঠ, অপরিচিত জনপদ; আজ পেল মরুভূমির সাক্ষাত। বনের পাখির গান, ফুলের সৌন্দর্য, সাগরের তিলোত্তমা ঢেউ, নদীর মিষ্টি হাসি, জনপদের ভালবাসা; সব পেল, কিছুটা বেশীই পেল, মনেই হলো না যাচ্ছে কোথায় মুসাফির, কোন অচেনা তেপান্তরে, এসে পড়েছিল আকাশের কোন বজ্রপাতে, সমাপ্তি কোন পাতালের দীঘল রাতে, ভাবনাগুলো তার বাবুইয়ের বাসার মতই জট পােিকয় যায়, শুধু উন্মোক্ত থাকে একটি মাত্র দ্বার -মৃতু্য! তুই নিশ্চয়ই জীবনের গন্তব্য নিয়ে ভাবিস্ না খুব, তবুও শুন মুসাফিরের মরু-সাক্ষাতের কথা- সম্মুখে দৃষ্টি সীমার শেষে সীমাহীন দিগন্ত বিলীন, ডানে-বাঁয়ের সাথে অপরিচিত সম্মুখের ব্যবধান মেলে না কোন, যেদিকেই দৃষ্টি যায় সেদিকেই সম্মুখ মনে হয়, পেছনের ধুধু প্রান্তর যে উত্তর, কি দক্ষিণ, কি পশ্চিম অথবা পূর্ব; সেকথা এখন স্মৃতি-সুগন্ধ থেকে উবে গেছে একদার আতরীত দিনগুলোর বিভোরতায়। সাথের সাথী পিয়াস নিবারনী পানি নিতান্ত সামান্য বাকী, শুকনো খাবারের ঝোলাটা হালকা হয়ে আসছে ক্রমেই, অতীতে ফিরে যাবার যে আর কোন পথ খোলা নেই। সামনের দিনগুলোতে নেই কোন সুপরিকল্পিত আশার আলো, একরাশ ঘন অন্ধকার তেড়ে আসছে সূর্যটার পেছন পেছন, কিছুতেই মনে করতে পারছে না সে- বিগত দিনে কোথায় ছিল তারা আনাগোনা? বিভোরিত মোহনায় মোহিত এতগুলো অতীত দিনের করণীয় কি ছিল- সে কথা ভাবতেই আত্মহত্যার নির্দেশ দেয় বিবেক! এবার কোথায় গন্তব্য- যদি বেঁচে যাই এই মরুগ্রাস অথৈ পারাবার থেকে? আমি কি আমার সাথে পরিচিত? -মুসাফিরের হৃদয় দু'ভাগ হওয়া জিজ্ঞাসা এ সায়াহ্নে? প্রজন্ম, তোকে বলছি, আমাদের আত্মাগুলো এখানেই তার মনিবের সন্ধান পায়। তুই নিশ্চয়ই ভাল আছিস, আপনারে চিনিস -আমি কি ভুল ধারনায় আছি? সুসুপ্ত মৃত অন্তর-জনপদে আজ দিগন্ত আলোকিত রশ্মির ছটা দেখা যায়, ঐ দেখ্। কখনো কখনো আলোক পিণ্ডগুলো উড়াল দেয় মহাকাশেরও ওপারে, আকাঙ্খিত চেরাগ, মশাল, হেজাক, বাল্ব, টিউব কিংবা নিয়ন বাতিরা তখন রাতের শেষ প্রহরের নীরবতায় হৃদয়বার্তা পাঠায় মহাকাশে, মান পত্র, অভিনন্দন পত্র, আবেদন পত্র, একফালি রাতের চাঁদ তখন আনন্দে হাসে আকাশে আকাশে। তুই, আমি এবং আমরা সবাই চাঁদের সাথে হাসি আর হাসি এবং হাসি শুধুই হাসি; আমার এ আকাঙ্খা কি অমূলক- প্রজন্ম? ভাল থাকিস্- তোর- 'ফএমু' 06.11.2006, মদীনা মুনওয়ারা, সৌদি আরব। ছবির জন্য [link|http://www.kenbushe.co.uk/assets/images/If_650.jpg|K

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।