আমাদের কথা খুঁজে নিন

   

নদী, খাল, সাগর... সব পানিতে

আমার ব্যক্তিগত ব্লগ

সুন্দর বনের যাওয়ার আগে কিছুটা ধারণা ছিল, ওখানে কি পাওয়া যায়, দেখতে কি রকম ইত্যাদি ইত্যাদি। তবে ওখানে গিয়েই যেটা চোখে পড়ল, সেটার কথা আমি আগে শুনিনি। নদী, খাড়ি, সাগর... সব পানিতে কালো কালো ফল ভেসে যাচ্ছে। দেখতে অনেকটা পানি ফলের মতোন। হাতে নিয়ে আলতো চাপ দিয়ে দুফাক করা যায়, ভিতরের সাদা ফল বেরিয়ে আসে।

পানিতে এই একটা জিনিস সব সময় দেখলাম। সাগরর তীর জুরে কালো এক স্তর ফেলেছে এই ফল। খালি পায়ে এরউপর হাটা যায় না। শক্ত , পায়ে লাগে, মচমচ শব্দ হয়। দেখলাম কেউ এটা নিয়ে মাথা ঘামাচ্ছে না।

বুঝতে পারছিলাম না, এটা কি? এতো কেন? এটা কি কচুরি পানার ফল (হাসবেন না, আমার জানার সীমানা বেশি বড় না), কাউকে জিগ্যেস করলে আবার হাসা হাসি না শুরু করে..। শীপের ক্যাপ্টেন কে একা পেয়ে জানতে চাইলাম। বললেন, এটা সুন্দরি গাছের ফল। যার নামে এই বন, সুন্দরবন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।