সিলেটে গতকাল রোববার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বিভাগীয় সমাবেশে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা ও ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় সিপিবির কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ অন্তত ১৫ জন আহত হন। হামলাকারীরা তাঁকে টেনেহিঁচড়ে মঞ্চ থেকে নামিয়ে আনেন। সমাবেশে বক্তারা সরকারবিরোধী বক্তৃতা দেওয়ায় ছাত্রলীগের নেতা-কর্মীরা এই হামলা চালান বলে জানা গেছে। ছাত্রলীগের হামলার প্রতিবাদে সিলেট নগরে আজ সোমবার আধা বেলা হরতাল ডাকা হয়েছে।
গতকাল রাত সাড়ে আটটার দিকে নগরের সুরমা মার্কেট এলাকার একটি রেস্তোরাঁর মিলনায়তনে বাসদ ও সিপিবি সংবাদ সম্মেলন করে হরতালের পাশাপাশি আজ সকালে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়। এদিকে এ ঘটনার পর গত রাতে কেন্দ্র থেকে সিলেট জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়। বিএনপি সিপিবি-বাসদের এই হরতালে সমর্থন দিয়েছে। দলটির দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সমর্থন জানানো হয়। তবে সিপিবি-বাসদ বিরোধী দলের সমর্থনকে প্রত্যাখ্যান করেছে।
দল দুটি গত রাতে জানায়, বিএনপির নেতারা তাঁদের আহত নেতা-কর্মীদের কোনো খোঁজখবর নেননি। সুতরাং তাঁদের সমর্থন গ্রহণ করার প্রশ্নই আসে না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।