আমাদের কথা খুঁজে নিন

   

যে দেশ তার শ্রেষ্ঠ সন্তানদের প্রতিদান দেয় বোমা মেরে



এসএমএস কিবরিয়া। কখনও পরীক্ষায় প্রথম বৈ দ্্বিতীয় হন নি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স এবং মাস্টার্সে দুটোতেই প্রথম শ্রেনীতে প্রথম। তারপরে ফরেন সার্ভিসে যোগ দিয়ে শেষমেশ জাতিসংঘে এসকাপের নির্বাহী সচিব। পরবর্তিতে আওয়ামী লীগে দিলে 1996 সালে দেশের অর্থমন্ত্রী হন।

বাংলাদেশ প্রথমবারের মত গড় জিডিপি 5.83 অর্জন করে 1996-2001 সালে। 2001 এ যখন অর্থমন্ত্রীর দ্্বায়ীত্ব ছেড়ে দেন তখন দেশের মূল্যস্কীতি ছিল মাত্র 1.53%। আর বাকপটু সাইফুর এখন 7% মূল্যস্কীতি রেখে গেছে। বাংলাদেশ অবশ্য এর মধ্যেই কিবরিয়াকে পুরস্কার দিয়েছে , গত বছর ইসলামী বোমাবাজদের নৃশংস হামলায় কিবরিয়া মারা যান। ইসলামী জাতীয়তাবাদি সরকার এখন পর্যন্ত তার বিচার করতে পারে নি বা চায় নি।

এত বড় অন্যায়ের কোন শাস্তি তো হয়ই নি, এবং কোনদিন হবে কি না তাও কেউ জানে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।