বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility
এই তো আধা ঘন্টা হল কথা হল, আমাদের তথ্যের অনেক আদান প্রদানই হল, কাজের কাজ কিছুই হল বলে, মনে হল না ।
চ্যাট এক সময় ঝোকঁ ছিল । এখন নেই ।
আমি সাধারণত চ্যাট করি না । তবুও আজ অনেকটা গায়েঁ পড়েই চ্যাট করতে বসলাম, ইচ্ছা ছিল আরও গভীরে ডুব দেওয়ার, না তা আর পারি নি, পারি নি বললে ভুল হবে, রঙ্গ সাঙ্গ করেই বিদায় নিলেন আপন তারিক সাহেব ।
ইচ্ছা ছিল, মানুষটাকে গভীর থেকে আরও জানার ।
ত্রিভুজকে জেনেছি,(জানি না, বাস্তব কি আমার মনের সাথে মিল আছে কিনা)
সাকিব সাহেবকে জানার চেষ্টা করছি,
চোর সাহেব প্রথমে একবার বুঝলাম, দ্্বিতীয় বার অন্যভাবে, বলতে গেলে এখনও অন্ধকারে আছি ।
গোয়েন্দা সাহেব এর কথা বাদ দেই, অনেক রহস্যময়, কারণ কথার আগা মাথা পাই না ।
শাহানা সাহেবা(আল্লাহ আপনারও মঙ্গল করুক), আরেকটা সুন্দর চরিত্র, বিড়াল নিয়ে এত আগ্রহ আমায় তেমন ভাবায় আবার ভাবায়ও না, কারণ আমার বোনেরও পুতুলের উপরও ঝোকঁ ছিল (আল্লাহ তার মঙ্গল করুক)
খুশবু সাহেবাকে বাচ্চা পাবলিক লাগে, ঠিক যেন ভাজা মাছটি উলেট খেতে জানে না
হাসিন সাহেব নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, সেই সাথে সামহোয়্যার নিয়ে কিছুটা মজায় রপ্ত থাকেন।
পথিক সাহেব কি রকম যেন ।
রাসেল ............. উনাকে আর তেমন দেখা যায় না , আছে তবে অন্য এক রাসেল আগের রাসেল ..... . সাহেব না কারণ রাসেল..........সাহেব এর চরিত্রের সাথে আমার পরিচিত এক ব্যক্তির নামের ও চরিত্রের উভয়ই মিল ছিল ।
রূপা সাহেব উনাকেও জটিল লাগে।
শাওন তারুণ্যের প্রতীক এতটুকুই বুঝি
এস এম মুশের্দ সাহেব প্রযুক্তি বিদ হিসেবেই প্রতিষ্ঠিত
গোধূলী সাহেব কে এখন ও বুঝি না
নাহিদ সাহবে কে সাধারণের পর্যায়ে ফেলা যায়
তেলাপোকা সাহেবকে এখনও বুঝিনি,
শ্যাজা সাহেবকে আমার তেমন পছন্দ নয় বিদেশী বলে, তবুও জানি এটি মনের খারাপ দিক তাই চেষ্টা করি সেভাবে না ভাবতে ।
ইপম সাহেব এর সাথে একই মনোভাব, পারি না, নিজেকে মনের সাথে যুদ্ধ করে জিততে
ফজলে এলাহী সাহেবকে কেন জানি,মৌলভী স্টাইলের লাগে , (ফজলে সাহেব মন্তব্য পড়ে আমাকে অপছন্দ করবেন না, আমি আমার নিজের ভাব প্রকাশ করলাম)
ঝড়ো হাওয়া সাহেব গোধূলী সাহেব এর স্টাইলই লাগে
তীরন্দাজ সাহেবকেও সাধারণের মধ্যে ফেলা যায়
সুমন চৌধুরী সাহেবকে মনে হয় উদভ্রান্ত মনে হয়(দয়া করে মাইন্ড খাবেন না), কারণ তার পোষ্টগুলি নিতান্তই সত্য
কিন্তু ফিলসফি স্টাইল
আলী সাহেব মনে হয় রেসে নেমেছেন
ব্রাত্য রাইসু সাহেব আছে এক প্রকার
ডার্ক লর্ড সাহেব প্রযুক্তি নিয়ে
সাবি্বর সাহেবকে নিয়ে কি বলব এখনও বুঝে উঠতে পারি নি
এই তুমি সাহেবাকে ও বুঝি না, কোন সময় মনে হয় বুঝতে চাইওনি ।
অপবাক সাহেবকেও নির্বাক লাগ মাঝে মাঝে
হীরক লস্কর সাহেব তাকেঁ তো আর পাওয়া যায় না বেশী উনার লেখা মতাহির সাহেব এর মত কিছুটা
মতাহির সাহেব একজন ওপেন বুক মানে খোলা খাতা
শুভ সাহেব একজন দেশপ্রেমিক আপাতত দৃষ্টিতে তাই মনে হয়
ঝরা পাতা সাহেব/সাহেবা ঝরতে থাকুক কোন আপত্তি নেই, কারণ এখনও বুঝি নাই
সাঈদ আবদুল্লাহ সাহেবের ছবি আমার পরিচিত একজনের মত মনে হয়, যাই হোক, তার পোষ্ট নিতান্তই সাধারণ
উল্লেখ যাদের সাথে আমার আলাপ বেশী হয়েছে কিংবা আমি যাদের বুঝতে পেরেছি তাদের নামই মন থেকে উঠে এসেছে আপন তারিক সাহেব এর সাথে কথা বলার সময় ।
আর আমি মানুষটা অনেক খারাপ শিকার করছি, ভাল দিক যা আছে তা বুঝা যায়, কিন্তু খারাপ দিকটি নয় ।
মাঝে মাঝে ভয় কবরের আযাবের জন্য আবার মাঝে ামঝে ভয় কেটে যায় , যা ঠিক নয় । অনেক চেষ্টা করি, করছি ঠিক থাকার
আসলেই মনের বিরুদ্ধে জিহাদ করা বড় জিহাদ ।
কিন্তু একটা ব্যাপার আমি দেখেছি, যা আমি আমার ভুল কিছুটা হলেও স্বীকার করি ।
অনেকেই ভাবতে পারেন, আমি মানুষকে চিন্তে চাই কেন?
উত্তর: আপন হতে হলে কাছের মানুষকে ভাল করে জানতে হয়, যদিও ব্লগের মাধ্যমে কিংবা চ্যাট কিংবা তৃতীয় মাধ্যমে জানাটা বোকামী তবুও বৃথা চেষ্টা আমি করতে চাই, জীবনে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি, আর চাই না ।
মানুষ বিয়ে করতে বউ কিংবা স্বামীর ভাল দিক দেখে বিয়ে করে, তাই আমি কেন বন্ধু কে বুঝতে চাইব না ।
তাছাড়া দেখি পরচর্চা করে, কি রকম টেস্ট পাওয়া যায়
কেউ যদি খারাপ মনে করে থাকেন তাহলে মন্তব্যে আমাকে আচ্ছামত বকবেন ।
এতে মনে হয় মনের অবস্থা হালকা হবে , যদি খারাপ লেগে থাকে ।
আর সেই সাথে আপনি কি মনে করেন আমার সম্বন্ধে জানাবেন এতে হয়ত, আমি বুঝতে পারব আমার মধ্যে কি নিহীত আছে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।