আমাদের কথা খুঁজে নিন

   

= মুঠো মুঠো রক্ত-রোয়া

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

একমুঠো সাফল্যকে তুলে দিতে চেয়েছিলাম তোমাদের শির এবং শিরোপায়, আমি বুনেছিলাম বুকের উর্বর নরম সন্ধিস্থলে, আগলে রেখেছিলাম দু'পাঁজরের আবরণে নক্ষত্রের অতিবেগুনী রশ্মি-ক্ষতি থেকে বাঁচিয়ে। চমোকিত স্বদেশ স্তম্ভিত হলো থমকে দাঁড়ালো বিশ্ব-বিবেক সেই তোমরাই ভেঙ্গে দিলে পাঁজরের হাড় হত্যা করলে লালিত সাফল্য; স্বদেশ আমার! তোমাদের পৃথিবীতে আমি মৃত এক অতীত বিস্বাদিত পানাহার-অনাহারে নেই প্রয়োজন, স্বপ্নের সংসার সাজাবো না আর; পরিপাটি আঙন এখানের এই আনন্দোলোকে নেই কিছু ভাঙ্গন। রক্তের তিয়াস ছিল তোমাদের আকণ্ঠ হায় ভূমি আমার আজন্ম পরিচিত রঙিন হয়েছে তোমাদের লাঠি! রঙিন হয়েছে স্বদেশের মাটি! জানতে পারোনি কখনো অলখেই আমি রুয়ে এসেছি প্রতিটি রক্ত কণায়- অগণন শহীদ জসিম উদ্দিন-মুজাহিদ। ০৩.১১.২০০৬ মদীনা, সৌদি আরব। ছবির জন্য কৃতজ্ঞ যেখানে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।