আমাদের কথা খুঁজে নিন

   

শুভ জন্মদিন ::: অমি রহমান পিয়াল

সযতনে খেয়ালী!

একদিন গুগলে সামহোয়্যারের কি নিয়ে যেন সার্চ করতেই একটা জায়গায় চোখ আটকে গেলো, "সেলিব্রেটি ব্লগার"...। বিশ্বাস খান, মনটা আনন্দে ভরে গিয়েছিলো। একটা ছোট্ট এসএমএসের কথা মনে পড়ে গেলো তৎক্ষণাত, "আইজকা অসমকালের নারা আইছিলো অফিসে। তোর অনেক সুনাম করলো। আমার আনন্দে বুকটা ভইরা গেছে রে তোর মতো ছোড ভাই পাইয়া"।

সুনাম করার কী আছে সেটা তো আমি নিজেই জানি না, কিন্ত এত আন্তরিকতার সাথে কেউ কোন বুদ্ধির ঢেঁকি, হার্টলেস খারাপ মানুষকে অ্যাপ্রিশিয়েট করলে পাত্থর হৃদয়েও একটা ঝাটকা লাগে। আর সেই ঝাটকাটা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে যদি অ্যাপ্রেশিয়েশনটা আসে [গাঢ়]অমি রহমান পিয়ালের[/গাঢ়] কাছ থেকে। ঠাশ ঠাশ কথা বলা যার স্বভাব সেই [গাঢ়]অমি রহমান পিয়ালের[/গাঢ়] আজ জন্মদিন। একটু আগেই কথা হলো। নানা প্যাচাল, এই কথা সেই কথা, কোন সুতা ছাড়াই আমাদের কথা চলে।

যখন মন খারাপ থাকে তখন "বড় ভাই মন খারাপ, আসেন গলাগলি কইর্যা কান্দি" বলে কথা শুরু হয়। মাঝখানে ক্ষেপে যায়, মাঝে মাঝে বলে, "তোর লগে কথা কইয়া মনডা ভালো হইয়া গেলো রে"! আমারে কোন একটা অদ্ভুত চাদর দিয়ে ক্যামন করে যেন জড়িয়ে রেখেছে এই [গাঢ়]অমি রহমান পিয়াল[/গাঢ়]। পঁচানীও খাই যথেষ্ট। একদিন ঠাশ করে ফেলেন, যা তুই বাদ তোরে লমু না। রাগ করে কষ্ট পেলেও পরেরদিনই একটা এসএমএস পেয়ে মনটা ভালো হয়ে গেলো।

ধুর: কার সাথে রাগ করি? চলমান মুক্তিযুদ্ধের ডায়েরী কিংবা ব্লগের মুক্তিযোদ্ধা হিসেবে অনেকের কাছেই মারাত্বকভাবে গ্রহনযোগ্য হয়েছেন। এর বাইরে যে কারণে স্বমত-দ্্বিমত সবার কাছে প্রশংসা পেয়েছেন তা হলো অসাধারণ, ক্ষুরধার লেখনি। নিজের জীবনের ফেলে আসা অন্ধকার জগৎটাকে তুলে ধরেছেন আমাদের সবার সামনে অসামান্য ব্যক্তিত্বে। এই ব্যাক্তিটির আজ জন্মদিন। আড়ালে পালন করতে চাইছেন.... আপনারাই বলুন এটা কি হতে দেওয়া উচিৎ? আমি জানি ব্লগে ছড়িয়ে দেয়াতে হয়তো আমাকে গালি দিবেন, হুমকি দিবেন, কানমলে দিতে চাইবেন... কিন্ত আমি কি ডরাই দাদা বড়দের হুমকিতে! [গাঢ়]অমি রহমান পিয়ালের[/গাঢ়] জন্য আজকের দিনটি বয়ে আনুক অনাবিল মুক্ত আনন্দ।

যেভাবে জেনে আসছি আপনাকে, তার চাইতেও বেশি আনন্দ যেন আজ থেকে যোগ হয় আপনার প্রাত্যহিক জীবনে, এই কামনা করছি বড় ভাই। শুভ জন্মদিন এবং জন্মদিনের রঙিন শুভেচ্ছা [গাঢ়]অমি রহমান পিয়াল[/গাঢ়]... চিয়ার্স!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।