আমাদের কথা খুঁজে নিন

   

আলা ভোলার কাব্য (2)

সাধারন

তুমি কতটা উঁচুতে উঠতে চাও যতটা উঁচুতে তাকালে তোমার মাথার টুপি খসে পরে কতটা উঁচুতে চাদ যতটা নাহ ওতো মাত্র পৃথিবীকে প্রদক্ষিন করে পরের আলোয় রাতের কালো দূর করে তাহলে শুক তারার মতো উঁচুতে না না ও নিজেই আলোকিত শুধু পথহারাকে কাছে টানে তবে কি সূর্য না তাও নয় ও গ্রহ উপগ্রহ গুলোকে আলো করে আর সারাটা বছর ওদের সাথেই কাটায় কিন্তু নক্ষত্রের দিকে তাকাও নিজের জালজল্যমানতা নিয়ে ও ঘুরে বেরায় একা আর আবর্তন করে মহাকাল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।