www.runews.weebly.com
ফারজানা গোধুলী, এএফপির ফটোসাংবাদিক। তার নাম প্রথম শুনি চট্টগ্রামে স্টেডিয়ামে সাংবাদিকদের ওপর পুলিশের হামলার পর। তবে অনেক দিন পর হঠাৎ করেই তাকে দেখলাম গতকাল রাতে। টিভি নিউজে। ঢাকার রাজপথে যখন সংঘর্ষচলছে, ঠিক সেই সময় তিনি ক্যামেরার সার্টার টিপে চলেছেন।
মাথায় একটা রক্ত ভেজা সাদা রুমাল। আমার সাংবাদিকতার বয়স সবমিলিয়ে আড়াই বছর। তবে এই অল্প সময়ে বেশ কয়েকবার দেখতে পেয়েছি স্পট কাভার করতে গিয়ে মাঝে মধ্যে কি রকম ঝুঁকি নিতে হয়। তবে ফটোসাংবাদিকদের ঝুঁকি আরো বেশি। গোলাগুলি- ইট বৃষ্টির মধ্যে ও তারা থেমে নেই।
সার্টার টিপে চলেছেন। কারো গায়ে ইট লাগছে, কারো মাথা ফেটে রক্ত ঝরছে কিন্তু তাতেও বন্ধ নেই ক্যামেরা। তবে গতকাল এই দৃশ্যটা একটু আলাদাভাবে চোখে পড়লো। মাথার সাদা রুমালের বেশ খানিকটা রক্তে ভিজে গেছে, কিন্তু তাতেও ক্যামেরা হাতে সংঘর্ষের ছবি তুলছেন গোধুলী। শ্রদ্ধায় মাথা নত হয়ে এল এ দৃশ্য দেখে।
তবে আজ সকালে ইন্টারনেটে সার্চ করতে গিয়ে দেখলাম তার অনেক ছবি। বাংলাদেশের কত রুপ তিনি তুলে ধরেছেন বিশ্বের দরবারে! সত্যিই গোধুলী আপনাকে লাল সেলাম। আপনি ভালো থাকুন, ভালো থাকুক বাংলাদেশ।
*ব্লগের জন্য কয়েকটা লিংকও দিয়ে দিলাম।
[link|http://www.adhunika.org/heroes/farjanaKGodhuly.html|GLv
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।