পরির্বতনের সময় এখন....
আমাদের দেশের রাজনীতি সম্পর্কে আমাদের সবারই কমবেশী জানা আছে ...এরা সবাই হচ্ছে নিজ সুবিধা ভোগের পায়তারা করে যাচ্ছে। সাধারন জনগনের কথা এদের মাথায় আছে বলে মনে হচ্ছে না।এরা মুখে দেশের মঙ্গল কামনা করে আর মনে মনে নিজ মঙ্গল কামনায় লিপ্ত থাকে।
একদল লগি - বৈঠা নিয়ে সংগাতের পথে যাত্রা করে আর অন্যদল কাস্তি নিয়ে তাদের প্রতিহত করার চিন্তা করে।হায়রে আমার দেশের রাজণীতিবীদরা । এদের লজ্জা হয় না ।....হবে কোথা থেকে?? লজ্জা কি জিনিস এরা জন্ম থেকেই শিখে আসেনি।
আপনারা একদল লাঠি- বৈঠা নিয়ে যা আরম্ভ করেছেন তাতে মরিচের ( সাধারন জনগন) যা অবস্থা.... আর তার পরে আরেকদল যদি কাস্তি নিয়া নামে তাইলে মরিচ(সাধারণ জনগন) নাই, একেবারে পাগারপার।
ভাগ্য এখনও ভালো যে আরেকদল এখনও কাস্তি নিয়া নামে নাই।
যারা এখনও নামেন নাই দয়া কইরা আর নাইমেন না...আর যারা নেমেছেন এবং সাধারন জনগনের কষ্ট সৃষ্টি করেছেন তাদের কষ্ট লাঘবের চিন্তা করে লগি-বৈঠা যে কাজে লাগে সেইকাজে লাগান...মানুষের মাথায় মারার জন্য আর গাড়ি ভাঙ্ঘার কাজে লাগাবেন না...গাড়িগুলো আপনাদের বাবাদের টাকায় কিনা হয়নি ...পারলে নিজেদের গাড়ি গুলো একটু পুড়িয়ে দেখবেন কেমন লাগে??
আপনাদের কাছে সাধারন নাগরিক হিসেবে এই প্রশ্ন এইসব ঘৃন্য রাজনীতি কবে বন্ধ করবেন??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।