আমাদের কথা খুঁজে নিন

   

: আমিওতো বিনিদ্র মৃত



10/05/2004 এই অদ্ভুত শহরে তোমার অপ্রিয় অচেনা নিঃশ্বাস- রাতের বিমর্ষ আধারে আমাকে নিমিষে করে গ্রাস। সমুদ্র জানি উত্তাল জানালার আর কিছু দূরে, প্রিয় কারো শব আজো কেউ ফেলেছে হয়ত তাতে ছুড়ে- দীর্ঘ ভোগের পর্ব শেষে, বিদায়ের ভারী পরিবেশে, হয়ত বুঝেছে ভালবাসা- আমাদেরও ভালবাসা যদি মৃতু্যর আগে কোনদিন ভালবাসা বোধ করে থাকে, আজকের অশান্ত রাতে; মৃতের চোখের মত স্থির চোখ আর আছে? কোন এক জীবনের বিপন্ন ভালবাসার কাছে ? সে কি আর দাবী কিছু করে? সাগরের জলের উপরে? যৌবনের ত্রূটি আর তৃপ্তিপূর্ণ রাতগুলো স্মৃতি- প্রথম প্রেমের কাছে কৌমার্য হারানোর ভীতি- তাকে আর রক্তিম করে? সাগরের জলের উপরে? করে বুঝি? আমিও কি তার মত দেখি নাই এমন অন্ধকার? হৃদয়ের হৃদ্যতার, অতৃপ্তির প্রশ্রয় পেয়ে কোন চিত-সাতারুর মত হা-করে আকাশে তাকিয়ে- পরিক্রম করি নাই পৃথিবীর সমগ্র পরিসর? আজ রাত সত্যি আঁধার! আমার মাংসপিন্ড তোমার মাংসপিন্ডের চাপে নিমিষে কান্ত হয়ে আসে। সর্বভূক ভালবাসা সর্ব ুধা নিয়ে ভালবাসে। জীবনের শেষ আর যৌবনের প্রথম বিস্ময়ে- আজ কোনো অদৃষ্টপূর্ব তারা খোঁজ করি আমি আর সমুদ্রের হতভাগ্য যারা, তাদের চোখের উপর সাগরের নোঁনা আচ্ছাদন আমার চোখের উপর অশ্রুও সাগরের জল। আমিওতো তার মত কেউ, আমিও-তো ভেসে গেছি ভালবাসার অবাধ্য স্রোতে, স্বর্গ-মর্ত্য নয়, পাতাল-আকাশ নয়, সব ছেড়ে আরও অনেক দূরে- আমার দৃষ্টি গেছে হারায় শূণ্য সমারোহে- যেখানে সময় বিস্তৃত- আমার বিছানায় শুয়ে আমিওতো তার মত ভাসি আমিওতো বিনিদ্র মৃত!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।