সযতনে খেয়ালী!
সন্মানিত ব্লগারবৃন্দ,
ঈদুল ফিত্র খুবই সনি্ন কটে। আমরা এই ব্লগকে কেন্দ্র করে স্থান-কাল, দূরত্বের সীমানা অতিক্রম করে একই সূতায় বসে বসে সময়কে বাই বাই বলে চলেছি। প্রতিদিনকার নানান পোস্টের মাঝে কখনোই মনে হয় না দেশ থেকে বাইরে দেশীয় আলো বাতাসহীন হয়ে বেঁচে আছি।
কেউ সন্ধ্যায় করা ইফতারীর মেনু্যর কথা লিখছে তো কেউ ইফতারীর আগের তাড়াহুড়ার কথা। যারা বাইরে আছি তারা এইসব লেখা থেকেই নিজেকে দেশের রমযানীয় সময়ে আবগাহিত করে নিয়েছি বারবার। অনুভূতি গুলো কে আরো জীবন্ত, আরো সজীব করে ধরে রাখার জন্য সামহোয়্যারের জন্মের পর প্রথম ঈদে আয়োজন করা যেতে পারে, [গাঢ়]সামহোয়্যার ইন.... ঈদ সংখ্যার[/গাঢ়]।
যেখানে কোন একটি নির্দিষ্ট পোস্টে গল্প, কবিতা, ভ্রমন, আত্মকথন আমরা লিখে যাবো মন্তব্য আকারে।
কী ভাবে খুব ঝলমলে উপায়ে, আনন্দের শতভাগ মিশিয়ে তা উপস্থাপন করা যেতে সেজন্য হাসিন ভাই কিংবা সামহোয়্যারের পক্ষ থেকে কেউ এগিয়ে আসতে পারেন। ঘোষনা করতে পারেন, ব্লগে ঈদের আগের দিন, ঈদের দিন এবং ঈদের পরের দিন হবে [গাঢ়]সামহোয়্যার ইন.... ঈদ সংখ্যা[/গাঢ়]-র দিন।
ধন্যবাদান্তে,
ধুসর গোধূলি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।