24/09/2005
এসেছে গভীর ঘুম অনিদ্রার চোখে
আকাশে এসেছে জমে অন্ধকার মেঘ
রাত জেগে অনিদা্র থাকবেনা চেয়ে
আঁধারের পিঠে তার বিষন্ন দৃষ্টি ছড়ায়
দেখবেনা পৃথিবীর নিবিড়, নিবিড় স্বপ্নগুলো;
রাত জেগে কতকাল
বল আর চেয়ে থাকা যায়?
পেঁচার ভীষণ চোখও বুজে আসে গাঢ় নিদ্রায়;
তবুও অনিদ্রা ছিল অাঁধারের প্রাচীন প্রলয়
অনিদ্রার চোখে ছিল অপার অযুত বিস্ময়!
আজ কার চোখ দেখে তবে
তাহার চোখের পাতা বুজে গেছে এমন নিরবে!?
আকাশে ছেয়েছে ঘন অন্ধকার মেঘ
অন্ধকার ছড়ায় ধীরে অনিদ্রার মুখে..
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।