আমাদের কথা খুঁজে নিন

   

যশ চোপড়ার চাদনি (1989)

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

মেলা দিন পুরানা হিন্দি সিনেমা দেখি না। কাল রাতে দেখলাম। শ্রীদেবী অভিনীত চাদনি। শুধু শ্রীদেবীই নন ঋষি কাপুর, বিনোদ খান্না, ওয়াহিদা রেহমান সহ আরও অনেকেই ওই মুভিতে আছিলেন।

তার পরও এ হলো শ্রদেবী অভিনীত মুভি। সিনেমাটা দেখতে দেখতে 1989 সালের দিকে শ্রীদেবী নিয়ে যে ক্রেজ চলচিল তা বোঝার চেষ্টা করলাম। বলিউডের প্রেম কাহিনী চাদনি। কাহিনী খুবই পরিচিত। হিন্দি-বাংলা সিনেমার দর্শকরা কম করে হলেও 200বার এধরনের কাহিনীর নিয়ে তৈরি মুভি দেকেছেন।

তারপরও দেখে লোকে। কাহিনী এক। কিন্তু নতুন সময়ে নতুন সেনসেশন, নতুন ক্রেজ, নুতন জ্বর কেমনে তেরি হয়? রসায়নটা কী? নতুন আইডল, নায়ক, নায়িকার মাধ্যমে? একবার শ্রীদেবী একবার ঐশ্বরিয়া একবার রাণী, একবার হেমামালিনী সকলে যুগ যুগ একই চরিত্রে অভিনয় করে যাচ্ছেন?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।