আমাদের কথা খুঁজে নিন

   

তুমি না জানলেও..../সুনীল সমুদ্র

কেবল সমুদ্র পারে শুষে নিতে সব, যা কিছু বিপ্রতীপ, ভেসে আসে নিদারুণ কষ্টের নীলজলে..

এই দিনটির কথা আমি লুকাতে পারিনি। তুমি না জানলেও জেনেছে প্রকৃতি। জেনেছে বৃষ্টি, বৃক্ষ আর বিরহী এক নদী। প্রকৃতির চেয়ে প্রকৃত বন্ধু্ কে আর জীবনে ছিল বলো? আকাশ আর সমুদ্রের চেয়ে বেশী ব্যাকুলতায় কে আর পেরেছে বলো- আমার কষ্টগুলো শুষে নিতে? আমি তাই চুপি চুপি তাদের বলেছি। বলেছি বরষা-ভেজা হে বিষন্ন আকাশ কেবল তুমিই জেনে রাখো- আজ আমার জন্মদিন ছিল।

বলেছি অন্তহীণ- হে নীলের সাগর কেবল তুমিই জেনে রাখো- আজ সারাদিন কৃষ্ণচূড়ার সব লাল রক্তের অক্ষরে কবিতায় আমার না বলা কথাই অকপট লিখেছিল। বলেছি পংকীলতাহীণ- হে ভোরের বাতাস কেবল তুমিই জেনে রাখো- পৃথিবীর তাবৎ পাখীদের যতো আনন্দ-সঙ্গীত কী প্রবল ভালবাসায়- আমার জন্যই আজ- উৎসর্গীত ছিল। কেবল তুমিই পৃথিবীকে জানিয়ে দাও- আকাশের শুভ্র যতো মেঘ, কী প্রবল মমতায় আমার জন্য আজ-পাঠিয়ে দিয়েছে- উচ্ছাসে জন্মদিনের এক অপরূপ বিভাময় কেক। কেবল তুমিই পৃথিবীকে জানিয়ে দাও- ইউক্যালিপটাসের চূড়ায় বসে নিঃসঙ্গ এক দোয়েল কী প্রবল যত্নে গেয়েছে তার জীবনের শ্রেষ্ঠ এক গান- শুধু একবার-শুভেচ্ছার সুর মেখে- শোনাতে আমাকে । জানাও- কেমন অবাক করা এক নদীর ঢেউ এসে কী প্রবল মুগ্ধতায় আমার পায়ের তলায় আছড়ে পড়ে বলেছে- পৃথিবীর সবাই ছাড়ুক- দিগন্ত কাঁপিয়ে তবু আমিই থেকে যাবো আজীবন নিখাদ বন্ধুর মতো- আঁকড়ে তোমাকে।

জানিয়ে দাও- ভালবাসাহীণ বৈরী পৃথিবী থেকে আসা জাগতিক সব মেইল বন্ধ হয়েছে, তবু সাবলীল আমার মেইলবক্সে জমা হয়েছে স্বর্গ থেকে পাঠানো সব শুভেচ্ছার শব্দ মাখা অদ্ভুত-অপ্সরা চিঠি। জানিয়ে দাও- একজন তার ফুলের তোড়াটি পাঠাতে ভুলে যায় বলে পৃথিবীর সকল বাগান-একযোগে কী প্রবল আবেগ মিশিয়ে- তুলে দেয় তুলনাহীণ প্রীতির পুষ্প, অনিঃশেষ ভালবাসায়-ভাসাতে আমাকে। জানাও- একজন তার প্রীতির শুভাশিস পাঠাতে ভুলে যায় বলে কী প্রবল রৌদ্রের উজ্জ্বলতা মেখে দুরন্ত দুপুর আমার জন্য পাঠিয়ে দেয় রঙধনু রঙে লেখা- সুবর্ণ আশিস। প্রকৃতির চেয়ে প্রকৃত বন্ধু্ কে আর জীবনে ছিল বলো? বৃষ্টি আর বাতাসের চেয়ে বেশী বেগবান হয়ে কে আর পেরেছে বলো- জমে জমে পাথর হয়ে যাওয়া এ বিশাল কষ্ট গলাতে? বিশ্বাস করো, তুমি না জানলেও জেনেছে প্রকৃতি। জেনেছে ভোরের বিশুদ্ধ বাতাস,পূর্ণিমার অপরূপ আলো- যা কিছু কান্না জমেছিল জীবনে আমার সমুদ্র নিমিষে শুষে বানিয়ে দিয়েছে আজ- অপরূপ আলোকজ্জ্বল কিছু ‘মুক্তো’, তাদের।

যা কিছু অনুযোগ জমা ছিল জীবনে আমার আকাশ নিমিষে শুষে বানিয়ে দিয়েছে আজ- কবিতার কবোষ্ণ বুক জুড়ে দ্বিধাহীণ দীপ্তিময় ‘শব্দ’, তাদের। কেউ না পারুক- কেবল সুনীল সমুদ্র পারে আকাশ, বৃক্ষ আর পাখিদের অতিথি বানিয়ে নিসর্গের বাগানে তার অপরূপ এমন অদ্ভূত এক জন্মদিন কাটাতে ! রচনাকালঃ ১৬ই অক্টোবর, ২০০৬

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।