আধো-রোদ্দুর আধো ছায়ায় ডুবে পড়ন্ত নদীর বক্ষদেশে নিস্তেজ হাঁটা-চলা- স্রোত বিপরীত দৌড়ে ক্লান্ত ধুলোমাখা নাবিক। মেঠোপথের বিস্ময় ভরা কন্ঠে শৈশবের দৃঢ় উচ্চারণ- থেমে যাওয়া হারমোনিয়ামে তাল হারানো গায়কী মজলিশে নাবালক শ্রোতা-হাতুড়ি তুলে ঢোল খেলা- মাইক ফেলে মুগ্ধতার শ্লোগান ছিঁড়ে ফেলা পুথির পাতায় পাতায় সাতরায়। রহস্যে ঘেরা মাতাল বাড়ি আড় চোখে তাকিয়ে দেখে অ-দূর নদী তীরে ঝিমিয়েপরা যৌবন। ২২-১২-১২
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।