আমাদের কথা খুঁজে নিন

   

বোকাবুলি-14( কত আইলো কত গেলো, কি শান্তিযে কাগজে কলমে এইবার আইলো)

বুদ্ধিমানের নরকের থেকে বরং বোকার স্বর্গে বাস অনেক বেশী ভাল। কিন্তুসেই কত কাল ধরে স্বর্গের দরজায় দাঁড়িয়ে আছি। আজও খুললনা।

বাংলাদেশ থেইক্যা নোবেল পুরষ্কার পাইছে। কি চমক , কি বিস্ময়! অবিশ্বাস করতে চইতেও পারি।

কিন্তু আইসেতেছিল প্রমাণের পর প্রমাণ, টিভি, ব্লগ , নেট, পত্রিকা...সব ছাড়খার খবরে খবরে। আমি বিশ্বাস করলাম। শান্তি পাইলাম শুনে .নরওয়ের সেই নোবেল ঘোষনার স্টেজে একটু বাঁকা তেড়া করে হলেও উচ্চারিত হলো , বাংলাদেশ এর নাম। মনে মনে ভাইবলাম , হ আমার লগে আমাগো 14 কোটি মানুষও তো শান্তি পাইছে। আমগো যেখানে অনেক দেশের মানুষ চেনেইনা, হেগো সামনে এতবড় আসরে আমাগো দেশের নাম, হেহে এইর লাইগা বোধহয় শান্তির পুরষ্কার।

আচ্ছা কাইলকা পর্যন্তও পেপার খুইলাই দেখলাম খালি পেটাপেটি, মারামারি, আন্দোলন, কার গুয়ায় কেডা আইক্কা ওয়ালা বাঁশ মারছে এসব অশান্তির করচা। মাইনলাম ইউনুস সাহেব এসব অশান্তির জন্য মোটেও প্রত্যক্ষ দায়ী নয়, কিন্তু মরিচিকা শান্তির জন্য উনি কি দায়ী? অর্থ দিছে গরীবগো...শান্তি আইবে ...আইছে কিনা জানিনা...আইলে ঘরের টিনের চাল খুইলা যায়না কারও হুকুমে। তয় গ্রামীন ব্যাংক কিন্তু ফুলছে, ফাঁপছে, ফাঁপতে আছেই। ব্যবসা করলে তো মুনাফা হবেই। গ্রামীন ব্যাংকের ও হয়।

কিন্তু ও মা ও কি, কাল এন টিভির সাক্ষাৎকার এ নিজ কর্ণে শুনলাম, মহাময়ী(!) ডঃ ইউনুস বলিতেছেন, ব্যবসার প্রচলিত ধারা হচ্ছে মুনাফা বোঝে । উন বলিতে চাইলেন.কেন ব্যবসা মুনাফা হবে। উনি কি তবে আসলে বলিতে চাইলেণ, ব্যবসা মানে গরীবের মুখে খাবারের টোপ দিয়ে ঘাড়ে পা তুলে উচ্চ হয়ে উন্নত বিশ্বের সাথে তৈল মর্দন করার মাধ্যমে নিজ প্রতিষ্টান এর আর্থিক উন্নতি লাভ এবং তৈলয় ভেসে ভেসে নোবেল পুরষ্কার আসবে বলে বসে দিন গোনার কালে গরীরবে নিয়ে শান্তি ছলা দেখানো খেলা ই ব্যবসা। অভিনন্দন দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে নিজের নাম লেখানোর বিরল সফলতায় সফল হবার জন্য। দেশে এজেন্ট আরও কত আছে , নোবেল আর কয়জন পায়।

কত আইলো গেলো এই দেশের শান্তিও লাইগ্যা কত কি কইরা মরলো.এইবার নোবেল বোমা আইছে...কাইলকাই দেশে শান্তি আইবো। আহেন হাতে তালি মারি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।