আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা খান, বাংলা পড়েন, বাংলায় ঘুমান, বাংলায় স্বপ্ন দেখেন, লেখেন কেবল ইউনিকোডে :: সৌজন্যে - ইউনিকোড

সযতনে খেয়ালী!

ইউনিকোড নিয়ে, ইউনিকোডে লেখা নিয়ে মহাতুলকালাম কান্ড। কেমনে লেখবো, কী দিয়ে লেখবো, কেন লেখবো, প্রয়োজনীয় লিংক ই বা পাবো কই- এই নিয়ে চুলহীন অনেকেও ছেড়ার জন্য মাথায় অনবরত হাত দিয়ে যাচ্ছেন। বিজ্ঞজনের কাছে "এফ1" চেয়ে অনেকে অলরেডী পোস্টিয়েও ফেলেছেন। এই কষ্টকর, ব্যারাছ্যারা অবস্থা দেখে ভাবলাম, অভিজ্ঞজন না হই, সাধারণ ব্যবহারকারী হিসেবেই নাহয় একটা "জ্ঞানদান পোস্ট" নামিয়ে দেই। নিজেরও একটা পোস্ট বাড়লো, আবার ফেলাডিং ও হলো না। যাত্রাও দেখলাম, আবার কলাও বেচে ফেললাম! তো যা বলছিলাম- কেমনে লেখবো ইউনিকোড? উপায় জলবৎ তরলং। সম্পূরক প্রশ্ন করি উত্তর দেবার আগে। কেমনে লেখতে চান, অনলাইনে নাকি অফলাইনে? অনলাইনে লেখতে চাইলে কোন সফটওয়্যার ডাউনলোড-ইনস্টলেশনের দরকার নাই। এতে করে হয়তো আমার মতো আনাড়ীরা "অই মিয়া ভাইরাস দিলা ক্যান হালায়" টাইপের বকা খাওয়ার ঝামেলা থেকে মুক্ত হতে পারবেন। এক্ষেত্রে [link|http://phpxperts.net/phonetic/example.html|nvwmb fvB


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।