বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।
উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়ার পূর্বশর্ত হচ্ছে আইইএলটিএস, টোফেল, জিম্যাট, জিআরই বা সেট ওয়ান এ ভালো স্কোর। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়াসহ ইউরোপের ভালো যে কোনও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিচ্ছুক শিক্ষাথর্ীদের অবশ্যই আইইএলটিএস পরীক্ষায় ভালো স্কোর অর্জন করতে হয়।
আইইএলটিএস কী : এর পূর্ণ নাম হচ্ছে, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। এটি আন-র্জাতিকভাবে স্বীকৃত একটি পরীক্ষা ব্যবস্থা।
বিদেশে উচ্চশিক্ষার জন্য ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় ইংলিশ জ্ঞান আছে কিনা এই পরীক্ষার মাধ্যমে তা যাচাই করা হয়।
আইইএলটিএসের রেজিস্ট্রেশন : ঢাকা, সিলেট, রাজশাহী এবং চট্টগ্রাম এই চার বিভাগীয় শহরে আইইএলটিএস পরীক্ষা দিতে পারবেন। ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্রে মাসে তিনবার, সিলেট কেন্দ্রে মাসে 1-2 বার এবং রাজশাহী কেন্দ্রে তিন মাস অন-র একবার পরীক্ষা অনুষ্ঠিত হয়। সাধারণত পরীক্ষায় অংশগ্রহণের চার সপ্তাহ আগে রেজিস্ট্রেশন করা উচিত।
রেজিস্ট্রেশনের ঠিকানা _
1. ঢাকা-ব্রিটিশ কাউন্সিল, 5 ফুলার রোড, ঢাকা (8618905-7)।
2. সিলেট ব্রিটিশ কাউন্সিল, হামারান জিন্দাবাজার, সিলেট (0821-772408)।
3. ঢাকা-বিট্রিশ কাউন্সিল টিচিং সেন্টার, 754 বি, সাতমসজিদ রোড, ধানমণ্ডি, ঢাকা (9116545, 914557-8)।
4. চট্টগ্রাম-ব্রিটিশ কাউন্সিল 77/এ পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম (031-657884-6)
রেজিস্ট্রেশনের জন্য যা প্রয়োজন :
1. নূ্যনতম ছয়মাস মেয়াদি পাসর্পোট
2. পাসপোর্টের প্রথম 4 পাতার ফটোকপি
3. সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
4. যারা আগে আইইএলটিএস পরীক্ষা দিয়েছেন, তাদের আগের পরীক্ষার রেজাল্টশিট
5. রেজিস্ট্রেশন ফি, যা ব্রিটিশ কাউন্সিলের অফিসসমূহে ক্যাশ/পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের মাধ্যমে অথবা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের শাখাসমূহে জমা দেয়া যাবে।
আইইএলটিএস পরীক্ষা পদ্ধতি : পরীক্ষা চারটি অংশে বিভক্ত। অংশ চারটি হল_
1. রিডিং 2. রাইটিং 3. লিসেনিং এবং 4. স্পিকিং।
1. রিডিং : একাডেমিক রিডিং এবং জেনারেল রিডিং দুই রিডিংই হয়ে থাকে। রিডিং পরীক্ষায় সংবাদপত্র জার্নাল, বই অথবা ম্যাগাজিন থেকে যে কোনও বিষয়ের ওপর লিখতে হয়। নির্ধারিত 1 ঘণ্টা সময়ে 40টি প্রশ্নের উত্তর দিতে হয়।
2. রাইটিং : প্রথমত, যে কোন বিষয়ে 150 শব্দের রিপোর্ট বা লেটার লিখতে হয়। দ্বিতীয় ধাপে 250 শব্দের যে কোন বিষয়ের সমস্যা ও মতামত উল্লেখ করে রচনা লিখতে হয়।
রাইটিং পরীক্ষার নির্ধারিত সময় 1 ঘণ্টা।
3. লিসেনিং : প্রাথর্ীর ইংরেজি শোনার দক্ষতা নির্ণয় করার দক্ষতা দেখা হয়। এই পরীক্ষায় 4টি বিভাগ থাকে। ক্যাসেটের মাধ্যমে করা প্রশ্নগুলো ধীরে ধীরে সহজ থেকে কঠিন হতে পারে। এ পরীক্ষায় 40টি প্রশ্নের জন্য নির্ধারিত সময় 40 মিনিট।
4. স্পিকিং : একজন স্পেশাল ট্রেইন্ড এক্সামিনারের সঙ্গে এক পরীক্ষাথর্ীর সাক্ষাৎকার। এখানে এক্সামিনার পরীক্ষাথর্ীকে তার পরিচিত বিষয়ে প্রশ্ন করবেন। এ পরীক্ষার সময় সাধারণত 10 থেকে 15 মিনিট ।
পরীক্ষার ফলাফল : পরীক্ষা সম্পন্ন হওয়ার 2 সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশিত হয়। প্রত্যেক বিষয়ে আলাদা আলাদা প্রাপ্ত গড় নম্বরের মাধ্যমে স্কোর দেয়া হয়।
তবে পরীক্ষাথর্ীর রেজাল্টশিটে প্রত্যেক বিষয়ে আলাদা আলাদা স্কোর উল্লেখ থাকে। আইইএলটিএস পরীক্ষার স্টান্ডার্ড স্কোর হচ্ছে 6+। যদি প্রত্যাশিত স্কোর না পাওয়া যায় চার সপ্তাহ পর আবার পরীক্ষা দিতে পারবেন।
পরীক্ষায় প্রস'তির জন্য কোচিং : আইইএলটিএসের জন্য ব্রিটিশ কাউন্সিলের যে কোনও শাখায় কোচিং করতে পারেন। তাছাড়া ঢাকাসহ প্রায় সব বিভাগীয় শহর এবং বড় শহরগুলোতে বেশকিছু কোচিং সেন্টার কোচিং দিয়ে থাকে।
এগুলোর মধ্যে সাইফুরস, মেনটরস, এফএম ইন্সটিটিউট, ভূঁইয়া কম্পিউটার, গ্যাটওয়ে, ওয়েল ল্যাঙ্গুয়েজ ক্লাব, নেক্সার, ডেল্টা স্কুল, গো স্টাডিজ। এছাড়া অনেক শিক্ষক প্রাইভেটে পড়িয়ে প্রস'তি নিতে সহযোগিতা করে থাকেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।