"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
কৌশিক বলে ইতিমনি
তুমি আমার হীরার খনি
আমি হলাম হীরক রাজা
তোমার প্রেমে ভাজা ভাজা
প্রেমের ঘাটের পানি খেয়ে
ছ্যাকার ডিঙ্গি সামলে বেয়ে
ভিড়লাম তীরে অবশেষে
তোমায় পেলাম বধুবেশে
নজর আমার ইতি উতি
কারও আমি করিনা ক্ষতি
প্রেম দিয়ারী জ্বালিয়ে শুধু
খুঁজতে থাকি বনের মধু
লোকে আমায় মন্দ কয়
আসল খবর গোপন রয়
বউ ছাড়া বুঝিনা কিছু
যতই ঘুরুক মাইয়া পিছু
নইতো আমি ব্রহ্মচারী
মুখে সবই বলতে পারি
কামসূত্রের সকল কলা
এমনকি আর মুখস্ত বলা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।