"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
অরূপ বলে, "মাশীদরে তোর মাথায় আছে ছিট,
পাগলামী তুই যতই করিস পাবলিক বলে হিট।
আমিও করি গোপনে সব হিমুর মতো রয়ে সয়ে
ভেজাবিড়াল যেমন থাকে চুপটি করে লেজ গুটিয়ে।
মাশীদ বলে, "অরূপরে তুই গভীর জলের মাছ,
চাল ডাল সব মিশিয়ে বলিস এবার বসে বাছ।
ধাপে ধাপে এগিয়ে এসে বলিস কানে কানে,
প্রেম পিরীতের কথা যত বলবো টেলিফোনে"।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।