যা কিছু সুন্দর, যৌক্তিক এবং প্রয়োজনীয়। থাকবে হাসি..কান্না আর সু:খ দু:খের গল্পও.......
হঁ্যা এসে গেছি। অফিসে দু একজনকে মাঝে মধ্যেই দেখছিলাম চানস পেলেই এখানে এসে বাংলায় যেনো কি লিখছে। ইংরেজী পত্রিকায় কাজ করে বাংলায় কি লিখছে? এ টি জানতে গিয়েই আমি এসে গেছি এখানে। সত্যিই দারুন। আশা করি সামহোয়ারের সবার সহযোগিতা পাবো.......যদিও বাংলা কম্পোজে আমি সিদ্ধহস্ত নই মোটেও...তারপরেও চেষ্টা অব্যাহত থাকবে আমার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।