আমাদের কথা খুঁজে নিন

   

যখন কানে তালা

ফেলে দেওয়া মাল, কেউ নেই ধারে কাছে, বাতাস এলে উড়ে সব তালগোল,এখনই ঠিক সময়,লুঠ তো করতেই হবে। হা হা হা...

আস্তে আস্তে শব্দের প্রাবল্য কমিয়া যায়। এক সাহসী নাগোরদোলাকে আমি কর্ণকুহরে আবিস্কার করি, ইউরেকাহীণ ভাবে। আমি হীণ, ক্রমশ নিস্তেজ হয়ে পড়ি, বাসগুলি ইচ্ছে মত কান ঘেঁসে চলে যায়। ঘুম থেকে ওঠার পার কানটি আমার কূয়া হইয়া থাকে।

মাঝে মাঝে কপিকলের টানাটানি মজুত , টের পাই। জল ছলাৎ ছলাৎ, কান মাঝে মঝেই ভারী হইয়া ওঠে, বোধকরি সেই রমনিটির প্রতিবিম্ব পড়ে সেখানে। আমি যখন গান শুনি তখন পিঁপড়েরা হেঁটে যায় জলের তলা দিয়ে। যখন টিভি দেখি মাছেদের আ্যকোরিয়ামে মানুষের আরশুলা জন্ম। আমি যখন ঘুমানোর চেস্টা করি, কানটি পিচের ড্রামের মত গড়িয়ে যেতে থাকে এদিক সেদিক, আমি নয়।

উলের গুলিটি নখরের অগ্রভাগে স্পর্শহইবার কালে আমি চিৎকার করিয়া উঠি, তারে ধরতে গেলে আর পাবোনা, ঘুমটি কুয়াশা ঢাকা সরষে ক্ষেতের ভেতর দিয়ে শর্মিলা ঠাকুর হয়ে চলে যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।