আমাদের কথা খুঁজে নিন

   

দূর! শখের স্যান্ডেল জোড়া হয়ে গেল কারও চৌর্য অভিলাষের শিকার

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

তীর্থের কাকের মত চেয়ে আছি কখন পানি নেমে যাবে , সরে যাবে পেছনে। দ্রুতই সরছিল। ভীষন দ্রুতই। ও নিবির পর্যবেক্ষণে বোঝা গেল কেমনে জলের টানে হারিয়ে যায় উচ্ছল প্রাণ। তাকিয়ে ছিলাম আমি , আমার দুজন সিনিয়র স্যার ।

সাগরের বালুতে ফেলে রাখা সাবমেরিন ক্যাবলের কিছু মেইনটেনেনস কাজ করতে হবে। ভাটার চরম মুহূর্ত শুরু হতেই কাজে নেমে পড়ল সাথের কর্মীরা সব। প্রথমে আমি তদারকিই করছিলাম। বেশীক্ষণ পারলাম না , জুতা খুলে গোড়ালী ডোবা জলে নামতে ই হলো। দু'মাস আগে কেনা সুন্দর পায়ের প্রিয় দামী স্যান্ডেলটা খুলে রাখলাম আর সবার সাথে।

.......কাজ চলছে ....সন্ধ্যায় জোয়ার আসার আগেই শেষ করতে হবে। ইফতারের সময় স্যার একজন বললেন মামুন ইফতার নিয়ে আস সবার জন্য। এখানেই ইফতারি করতে হবে। ..........ওকে, রওয়ানা দেব। ...........কিন্তু নেই , কোথাও নেই আমার প্রিয় স্যান্ডেল খানা.........নেই তো নেইই।

আর সবার গুলো আছে । বেশী নতুন বলেই কি ওটা ......চলে গেছে কারও নষ্ট অভিলাষ হয়ে................কি আর করার সময় গড়াচ্ছিল ........খালি পায়েই গাড়ী নিয়ে দেীড়ালাম..ড্রাইভার কে বললাম চাবি দাও.......নিজেই চালালাম........খালি পায়ে জীবনে প্রথম গাড়ী চালানো........বেশ আনইজি লাগতে লাগল............বাধ্য হয়ে ড্রাইভারকইে ছেড়ে দিলাম দুই কিলোমিটার পরেই। কাজ শেষ । সন্ধ্য র পরে অাঁধার এল ..............রওয়ানা দিতে হবে। সবার নিজ নিজ স্যান্ডেল পড়া শেষে একটা ছেড়া স্যান্ডেল পাওয়া গেল অবশিষ্ট.....................মনে মনে দিলাম গালী.--------শালার এই ছেড়া স্যান্ডেলের মালিক ই সেই চোর হারামজাদা যে পেয়েছে তার চৌর্য অভিলাষের হীনপূর্ণতা।

(C)mamunmaziz, 2006

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।