আমাদের কথা খুঁজে নিন

   

পথ কথা -01( উৎসর্গঃ রুপা)

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

পথিককে উৎসর্গ করা রুপার i~c K_v-2 মুগ্ধ করেছে এ পথিকেরে.................তাই তো .............মন বলে ওঠে ছোট কবিতিকায় কিছু কথা.... ডালপালা ছড়িয়ে যাবে পথের এপাশে ওপাশে হীজল বনের শেষে জলের স্রোত চুমু দিয়ে যাবে হেসে হেসে বসন্ত বাতাস বইবে শরতেও পথিকের প্রানের কাশবনে। সেখানে ভোর হবে রাত শেষে কুয়াশায় হারিয়ে যাবে অাঁধার ধূসর; মূর্ছনায় ম্লান হবে অতীত অবিষ্যত। বর্তমানে ভালবাসার রঙিন রূপকথার ফুল ফুটবে সবুজ কাঁটা ক্যকটাসে; মুক্ত মৌনতায় ভীষণ অভাব হবে অভাবহীনতার। 05/10/2006, সন্ধ্যা 6:47

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।