সিরিয়া নিয়ে জাতিসংঘের রিপোর্ট আজ সোমবার প্রকাশ করা হবে।
রাসায়নিক অস্ত্র ব্যবহারের কথা রিপোর্টে থাকবে বলেই মনে করা হচ্ছে। রাশিয়ার মধ্যস্থতায় আপাতত সিরিয়ায় সামরিক অভিযান এড়ানো গেছে। তবে, বাসার-অল-আসাদের হাতে থাকা রাসায়নিক অস্ত্র ভাণ্ডার সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত নিশ্চিন্ত হতে রাজি নয় আমেরিকা ও ইসরাইল।
গত ২১ আগস্ট দামেস্কের শহরতলিতে রকেট হামলায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছিল কি? এ বিষয়ে জাতিসংঘের তদন্তকারী দলের রিপোর্ট প্রকাশিত হবে।
রিপোর্টে, বিষাক্ত সারিন গ্যাস ব্যবহারের প্রমাণ মেলার কথা থাকবে বলেই মনে করা হচ্ছে। তবে, রাসায়নিক অস্ত্র হামলার দায় কার সে বিষয়ে কিছু বলা হবে না।
এই ধরনের হামলার ক্ষমতা যে সিরিয়ায় শুধুমাত্র আসাদের বাহিনীরই আছে, সে কথা বলা হতে পারে জাতিসংঘের রিপোর্টে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।