আমাদের কথা খুঁজে নিন

   

We need some break! আড্ডাবাজ পরশমনিতে

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

We need some break, silence and pause in our busy life. আড্ডাবাজের ব্লগজীবনের এ প্রথম লাইনটি মনে করিয়ে দেয় ২০০৫ এর ৫ই জানুয়ারী তিনি ব্যস্ত জীবন থেকে দৃষ্টি ফিরিয়েছেন বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা গড়ার এক বিশাল প্রত্যয়ে, এ সময়ের সবচেয়ে বড় প্রয়োজনের দিকে। তিনি নিজে বলেছেন নিজের নাম না দিয়ে আড্ডাবাজ নাম দিয়ে লেখার রহস্য ও কৌতুহূল সবার। .....আমার নাম ও জীবনবৃত্তান্তের চেয়ে, 'আড্ডা্থর মূল্য ও গুরুত্ব অনেক বেশী। সে আড্ডার স্ফুলিংগ ছড়াতে আজ তিনি আগুনের পরশমনিতে। ২০০৫ এর ১৭ই ডিসেম্বর আড্ডার বাংলা ব্লগ জীবন শুরু।

সুপ্রাচীন ব্লগার। আগুনের পরশমনিতে তিনি আজ তার জীবন আড্ডার খেয়ালী সংগীত পরিবেশন করবেন। মুক্তিযুদ্ধ নিয়ে তার স্পষ্ট অবস্খান আমাদেরকে উদ্বেলিত করে, আন্দোলিত করে। আজকে আমরা জানবো অনেক ক্লাসিফাইড ইনফো - যা শাণিত করবে আমাদের চিন্তার দৌড়কে। প্রশ্ন করতে থাকুন - উত্তরের জন্য শনিবারের চেয়ে বেশী অপেক্ষা করতে হবে না,কথা দিচ্ছি!আড্ডাবাজের ব্লগজীবনের এ প্রথম লাইনটি মনে করিয়ে দেয় ২০০৫ এর ৫ই জানুয়ারী তিনি ব্যস্ত জীবন থেকে দৃষ্টি ফিরিয়েছেন বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা গড়ার এক বিশাল প্রত্যয়ে, এ সময়ের সবচেয়ে বড় প্রয়োজনের দিকে।

তিনি নিজে বলেছেন নিজের নাম না দিয়ে আড্ডাবাজ নাম দিয়ে লেখার রহস্য ও কৌতুহূল সবার। .....আমার নাম ও জীবনবৃওান্তের চেয়ে, ্থআড্ডা্থর মূল্য ও গুরূতশ্চ অনেক বেশী। সে আড্ডার স্ফুলিংগ ছড়াতে আজ তিনি আগুনের পরশমনিতে। ২০০৫ এর ১৭ই ডিসেম্বর আড্ডার বাংলা ব্লগ জীবন শুরু। সুপ্রাচীন ব্লগার।

আগুনের পরশমনিতে তিনি আজ তার জীবন আড্ডার খেয়ালী সংগীত পরিবেশন করবেন। মুক্তিযুদ্ধ নিয়ে তার স্পষ্ট অবস্খান আমাদেরকে উদ্বেলিত করে, আন্দোলিত করে। আজকে আমরা জানবো অনেক ক্লাসিফাইড ইনফো - যা শাণিত করবে আমাদের চিন্তার দৌড়কে। প্রশ্ন করতে থাকুন - উত্তরের জন্য শনিবারের চেয়ে বেশী অপেক্ষা করতে হবে না,কথা দিচ্ছি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।