আমাদের কথা খুঁজে নিন

   

টোপ দিলেই যে কেঁচো মাছ খেয়ে ফেলবে তার গ্যারান্টি কি?

যে ঘড়ি তৈয়ার করে - সে - লুকায় ঘড়ির ভিতরে

কেবল পোস্ট পড়া ছাড়াও ব্লগারদের প্রোফাইল অথবা ব্লগের টাইটেল দেখতে ও পড়তে কিন্তু বেশ। কারন ব্লগের শিরোনামের ভিতরে, অথবা প্রোফাইলের শব্দ চয়নে লেখকের ক্রিয়েটিভিটির অনেকটাই লুকিয়ে থাকে! আমি শার্লক হোমস না। সাইকোলজিস্টও না। শার্লক হোমস হলে চটপট প্রোফাইল, ব্লগের টাইটেল ইত্যাদি দেখেই এক গাদা রিডিং দিয়ে দিতে পারতাম। লোকটার বয়স কতো, কি ধরনের পোশাক আষাক, বাড়ি কোথায়, কি ধরনের ভাষায় কথা বলে ইত্যাদি আরো কত কিছু।

সাইকোলজিস্ট হলেও চমৎকার একটা মেন্টাল থট প্যাটার্ন তুলে দেওয়া যেতো। মানুষটা কি অনর্্তমুখী না বর্হিমুখী। মিশুক নাকি মুখ চোরা। ঝগড়াটে নাকি বন্ধুসুলভ ইত্যাদি ইত্যাদি। সাইকোলজিস্ট অথবা শার্লক হোমস, দুটোর কোনটাই না হয়েও সাইকোলজি দারুন পছন্দের বিষয়।

খাটের ডান দিকে ইয়া ঢাউস, 'এবিসি অফ হিউম্যান মাইন্ড' বইটা পড়ে আছে দেখতে পাচ্ছি। সময় পেলে পড়তে ভালো লাগে। আলী (রা) বলতেন, The greatest miracle of God is human mind. It allows ideas to be thought through and reasoned out. সাইকোলজি নাড়াচাড়া ছাড়া কৈশরের একটা বিশাল সময়ে কেটেছে শার্লক হোমসের অমনিবাস সাথে নিয়ে বিছানায়, অলস দুপুরে অথবা পরীক্ষার পড়া বাদ দিয়ে পড়ার টেবিলে। সেই দিক থেকে ব্লগের টাইটেল, প্রোফাইল, পোস্টের ভাষা, মন্তব্যে আচার আচরন দেখে মানুষ সম্পর্কে পড়াশুনা করার কেমন যেন একটা আগ্রহ আছে। সেই আগ্রহ থেকেই হয়তো ব্লগের শিরোনাম খুঁটিয়ে দেখতাম।

সবার শিরোনাম ছাপিয়ে একটায় চোখ আঁটকে গিয়েছিলো। [গাঢ়]সুমন চৌধুরীর [/গাঢ়] ব্লগের শিরোনাম পড়ে যতখানি মজা পেয়েছি আরো কারোটায় ততখানি পাইনি। "টোপ দিলেই যে কেঁচো মাছ খেয়ে ফেলবে তার গ্যারান্টি কি?" - সাড়ে বাইশ একটা টাইটেল। সামহোয়্যারের সবগুলো ব্লগ খুঁজে আমি এরকম একটা টাইটেল পাই নাই। রহস্যবাদী বলেন অথবা মরমী - যে গালিই পাড়েন, হেয়ালীর প্রতি আগ্রহ একটু বাড়তি।

সেই হিসাবে এই শিরোনামে হেয়ালী ষোলোআনা। সেইখান থেকেই হয়তো সুমন চৌধুরীর টাইটেলটা পছন্দের এক নাম্বারে। 300 খান পোস্ট সম্প্রতি শেষ করলো সুমন। ওর ব্লগের টাইটেল নিয়ে একটা পোস্ট লিখবো লিখবো করছিলাম অনেক আগে থেকেই। 300 পোস্ট পূরন উপলক্ষ্যে অভিনন্দন উপলক্ষ্যে ... জামানর্ীর কাসেলে, সুমনের আপাতত ডেরা যেখানে; সেখানে আলাপ সালাপের সময়েও আমরা এই টাইটেল নিয়ে গ্লল্প করছিলাম।

বলছিলাম যে প্রথমে যখন শিরোনামটা পড়লাম, তখনই ধাক্কা খেয়েছি। কারন, টোপ দিলে মাছ কেঁচো খায়। কেঁেচার মাছ খাওয়ার কথা কেউ জন্মেও শোনো নি। শুধু সেখানেই ধাক্কার শেষ না। এর সাথে আরো টুইস্ট আছে।

বলা হচ্ছে এই যে কেঁচো মাছ খাবে, তারই বা গ্যারান্টি কি! মারহাবা। চিন্তার উপরে চিন্তা। কাসেলে আলাপের সময়ে এই প্রসঙ্গে সুমন দা হাসছিলেন হেভী। সামহোয়্যার ইন যদি কখনো সিরিয়াস মার্কেটিংয়ে যায় তবে আমার একটু দুই পয়সার আইডিয়া থাকলো যে সুমনের এই শিরোনামটা দারুন একটা ক্যাচ ফ্রেইজ হইতে পারে সামহোয়্যার ব্র্যান্ডের টি শার্টে অথবা কফি মগে। সাথে একটা যদি লাইন আর্ট টাইপ ড্রয়িং যোগ করে দেওয়া যায়, দেখতে এবং পড়তে জোশ লাগবে, কি বলেন আপনারা? (ভালো কথা, সামহোয়্যারে আপনার প্রিয় শিরোনাম কোনটি?)


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।