আমাদের কথা খুঁজে নিন

   

আমার নাম লেখা পাতাটি



সিদরাতুল মুনতাহায় মিলিয়ন মিলিয়ন মানুষের নাম লেখা মিলিয়ন মিলিয়ন পাতাসমৃদ্ধ গাছটি থেকে আমার নাম লেখা পাতাটি কি হলুদ হয়ে এলো? যেকোন সময় টুপ করে ঝরে পরবে পাতাটি।আমার নাম খচিত ঝরে পরা পাতাটি উড়তে উড়তে নীচে ঠাঁই নেবে সেই সাথে আমিও ঢলে পরব মৃতু্যর হিমশীতল কোলে। নীল আকাশ....সাদা মেঘ তোমার অলংকার। নীল সাগর....বড় সাধ ছিল তোমাকে দেখার। সবুজ গাছ....আকাশের কান্নায় ধুয়ে যাক তোমার পাতার সব ধুলোর আস্তর। ধুসর পাহাড়....সুযোগ হলোনা তোমার গা বেয়ে উঠে মেঘকে ছোঁয়ার। রঙীন ফুল....তোমার পবিত্রতায় পরিপূর্ণ হোক প্রতিটি মানুষের অন্তর। পৃথিবী আমাকে....দাও বিদায় বিশটি বছর দেখলাম তোমায় খুব কম.... সময়তো নয়। আমার ক্লান্ত দুচোখের আলো নিভে আসার প্রতিক্ষায়.... (গত ক'দিনের মনখারাপের সময়ে এলোমেলো ভাবনা আমার)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।